Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তানকে নিয়ে ভূয়া খবরে বেশ চটেছেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২০, ৬:২১ পিএম
ক´দিন আগেই প্রথমবারের মতো পুত্র সন্তানের মা হলেন কোয়েল মল্লিক। দুর্দিনেও খুশির সংবাদটি ভক্তদের মাঝে ভাগ করে নিয়েছিলেন  নায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভূয়া খবরে বেশ চটেছেন এ চিত্রতারকা।
 
কলকাতার জনপ্রিয় নায়িকার সন্তান জন্ম নেওয়ার দিনেই বন্ধুর সন্তানকে তার সন্তান হিসেবে প্রচার করেছিলো বেশকিছু গণমাধ্যম। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।
 
তবে এখানেই শেষ নয়, তার সন্তান নাকি গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি আছেন। এমন খবর ইউটিউব চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে। সদ্য জন্ম নেওয়া শিশুকে নিয়ে এমন ঘৃণ্য কাজে প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রীর ভক্তরা।
 
অবশেষে এসব ভূয়া খবরের প্রতিবাদ জানিয়ে রবিবার নিজের ফেসবুকে কোয়েল লিখেছেন, আমি সবসময় আমার এবং কাছের মানুষদের নিয়ে ভূয়া খবরে চুপ ছিলাম। কিন্তু এবার আমার নবজাতক শিশুকে নিয়ে ভূয়া খবর রটাচ্ছেন একদল। সামান্য লাভের আশায় ভিত্তিহীন খবর প্রচার করে যাচ্ছেন কুচক্রীরা।
 
গুজবে কান না দেওয়ার আহ্বান জানান কোয়েল। তিনি বলেন, আমার একান্ত অনুরোধ দয়া করে কোনওরকম গুজবে কান দিবেন না। এই কুরুচিপূর্ণ মানসিকতা অত্যন্ত জঘন্যতম কাজ। আমার পরিবারের কেউ অসুস্থ হননি, আমরা সবাই ভালো আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।


 

Show all comments
  • Surajit Samanta ২০ মে, ২০২০, ৬:৪৬ এএম says : 0
    Very good valo thakun sobai
    Total Reply(0) Reply
  • Dr Golam Mostafa ২০ মে, ২০২০, ১০:০১ এএম says : 0
    Bless to both of you.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোয়েল মল্লিক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ