Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গুতে মারা গেল ৩৪ দিনের শিশু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ৫:০৩ পিএম

জন্মের পর থেকেই ছেলেটা আমার পুরোপুরি সুস্থ ছিল। এমনকি গেল বৃহস্পতিবার বিকেলে বাবুসহ ফেইসবুকে যখন পরিবারের চারজনের একটা ছবি প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করলাম তখনও সে সুস্থ। আমরা ভাবতেই পারিনি তার ডেঙ্গু। কারণ কোন লক্ষণই ছিল না। শুক্রবার দুপুরে ডেঙ্গু ধরা পড়ল। শনিবার সকালেই মারা গেল আমার ছোট্ট মুসা।
কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৪ দিনের শিশুর মা সানজীদা আলম আঁখি ।
পেশায় নৃত্যশিল্পী আঁখি বলেন, শুক্রবার দুপুরে বাবুর শরীরটা হালকা গরম মনে হচ্ছিল। ফার্মগেটের মনিপুরে আমার বাসা। বাবুকে নিয়ে যাই মগবাজার আদ দ্বীন হাসপাতালে। সেখানে চিকিৎসক জানালেন বাবুর শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্রি। ভয়ের কিছু নেই। নাপা খাওয়ান। কিন্তু আমিই ডাক্তারকে বলি ডেঙ্গু পরীক্ষা করাতে। এরপর বিকেলেই জানলাম বাবুর ডেঙ্গু। চিকিৎসকরা নিতে এনআইসিইউতে নিতে বললেন।

এরপর থেকে পুরো শহরের অনেকগুলো হাসপাতাল ঘুরেছি। কোথাও এনআইসিইউতে একটা সিট ফাঁকাও পাইনি। প্রথমে যাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে । তারা জানালেন এতো ছোট শিশুর ডেঙ্গুর চিকিৎসা সেখানে নেই। এরপর আরও কয়েকটা হাসপাতাল ঘুরি। কোথায় গেলে বাবুর চিকিৎসা পাব বুঝতেই পারছিলাম না। পরে অনেক রাতে সিট পাই বনশ্রীর আল রাজী হাসপাতালের এনআইসিউতে। তখন আমার বাচ্চার প্লেটলেট কমে হয়েছে মাত্র আড়াই হাজার। চিকিৎসকরা তখন থেকেই আশা ছেড়ে দিয়েছিলেন।
আঁখি বলেন, আমরা খুব সচেতন ছিলাম। দিনরাত বাসায় মশারি ব্যবহার করতাম। বাসায় অন্য কারও জ্বরও ছিলনা। সব থেকে বড় কথা বাবুর খাওয়া দাওয়া, মুভমেন্ট সবই খুব স্বাভাবিক ছিল। ঠিকমত বুকের দুধ খাচ্ছিল, পায়খানা পেশাব স্বাভাবিক ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডেঙ্গু

২৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ