Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৯, ২:৩৪ পিএম

চট্টগ্রামে পরিবহন শ্রমিক বিরোধের জেরে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রামের যান চলাচল বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার সকাল থেকে এ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েছেন শতশত যাত্রী।
জানা যায়, গতকাল ২২ জুলাই দিনগত রাতে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে সিএনজিচালিত চালকদের সঙ্গে নাজিরহাট সমিতির বাস চালকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের আট থেকে ১০ জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। এ ঘটনার জেরে নাজির হাট সমিতি যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে সকাল থেকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মূলত অক্সিজেন মোড়ের পুরাতন শান্তি পরিবহনের কাউন্টারটি স্থানীয় সিএনজি সমিতি দখলে নেয়। এর পাশেই নাজির হাট সমিতির কাউন্টার। বেশ কিছুদিন ধরে যাত্রী তোলা নিয়ে উভয় সমিতির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
খাগড়াছড়ির মালিক সমিতির সাধারণ সম্পাদক এসএম শফি বলেন, চট্টগ্রামে প্রশাসনের মধ্যস্থতায় উভয় সংগঠনের মধ্যে বৈঠক চলছে। সুরাহা হলে আমরা যান চলাচল শুরু করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যান চলাচল বন্ধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ