Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

উত্তরায় জড়ো হচ্ছে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১১:৩৬ এএম
বাসচাপায় দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় বিচার চেয়ে বৃহস্পতিবারও (২ আগস্ট) রাজপথে নামছে শিক্ষার্থীরা।
 
সকাল ১০টার পর থেকেই রাজধানীর উত্তরার আশপাশের এলাকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পথে জড়ো হতে শুরু করেন। তারা রাজপথে অবস্থান নেওয়ায় উত্তরার জসীমউদ্দিন মোড় থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
 
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা কলেজ, উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই সড়কে জড়ো হতে দেখা গেছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তারা কোনো স্লোগান না দিলেও ধীরে ধীরে জমায়েত হতে শুরু করেছে।
 
এর আগে গতকাল বুধবার (১ আগস্ট) শাহবাগে অবরোধ ও বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিল যে বৃহস্পতিবার দুপরের মধ্যে ৯ দফা বাস্তবায়ন এবং নৌমন্ত্রী শাজাহান খান ক্ষমা না চাইলে রাজধানী ঢাকা অচল করে দেওয়া হবে। বাংলাদেশের সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় তারা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তরায় জড়ো হচ্ছে শিক্ষার্থীরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ