মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জেলে বসে বাড়ির রান্না করা খাবার খাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। থাকছেন এসি রুমে, সেখানে টিভি দেখারও ব্যবস্থা আছে।
একজন কয়েদির এ রকম বিলাসবহুল জীবন হতে পারে না। খুব শিগগির এসব সুযোগ-সুবিধা বন্ধ করা হবে।
যুক্তরাষ্ট্র সফররত ইমরান খান রোববার ওয়াশিংটনে বসবাসরত পাকিস্তানিদের আয়োজিত এক সভায় এ কথা বলেন।
ইমরান খান বলেন, একজন ফৌজদারি মামলার আসামি এ ধরনের সুযোগ জেলখানায় বসে কোনোমতেই পেতে পারেন না। আমি দেশে ফিরেই এর একটি বিহিত করব।
তিনি আরও বলেন, এ ব্যাপারে হস্তক্ষেপ করার সঙ্গে সঙ্গেই তার (নওয়াজ) মেয়ে মরিয়ম বিবি পিএমএল-এন নেত্রী হট্টগোল শুরু করবে। কিন্তু আমি তাকে বলতে চাই- আত্মসাৎ করা টাকা ফিরিয়ে দিন, তা হলেই তো সব মিটে যায়।
৬৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আল আজিজিয়া স্টিল মিলের দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন লাহোরের কোর্ট লাকপাত জেলখানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।