Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়া’কে শেষ শ্রদ্ধা জ্ঞাপন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ৮:২৯ পিএম

দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সাবেক সহ-সভাপতি ও বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়া’কে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলো দেশের ক্রীড়াঙ্গন। গত ১২ জুলাই লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন সবার প্রিয় অজয় দা। নয় দিন পর তার মরদেহ রোববার সকালে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকায় আনার পরেই অজয় বড়–য়ার মরদেহ হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে জাতীয় প্রেস ক্লাবে নেয়া হয়। সেখান থেকে এই বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিকের মরদেহ তার দীর্ঘ দিনের কর্মস্থল দৈনিক সংবাদ অফিসে নেয়া হলে সহকর্মীরা কান্নায় ভেঙ্গে পড়েন। এদিন বিকেল ৩টায় অজয় বড়–য়ার মরদেহ আনা হয় তার কর্মজীবনের প্রতিদিনের বিচরণ ক্ষেত্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেখানে ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণ এই প্রবীন সাংবাদিকের স্মৃতি চারণ করে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকরা। এদের মধ্যে উল্লেখয়োগ্য ছিলেন- বিএসজেএ,জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, হকি ফেডারেশন, হ্যান্ডবল ফেডারেশন, আরচ্যারি ফেডারেশন, অ্যাথলেটিক্স ফেডারেশন, সিসিডিএম, ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি, সোনালী অতীত ক্লাব, আবাহনী সমর্থক গোষ্ঠী, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালস্টস কমিউনিটি’র কর্মকর্তা বৃন্দ। তারা অজয় বড়–য়ার বিদেহী আতœার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। পরে তার মরদেহ সৎকারের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে বাসাবোস্থ বৌদ্ধ মন্দিরে নিয়ে যাওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেষ শ্রদ্ধা জ্ঞাপন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ