Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকিব জাভেদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিসিবি

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত সোমবার হিথ স্ট্রিক ‘না’ বলে দেয়ায় সে দিন থেকেই বাংলাদেশ দলের বোলিং কোচ খুঁজতে শুরু করেছে বিসিবি। পছন্দের তালিকায় ভারতের সাবেক পেস বোলার ভেংকটেশ প্রসাদ,শ্রীলংকার চামিন্দা ভাস এবং চম্পকা রমানায়েকে, ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোসের সঙ্গে পরিকস্তানের আকিব জাভেদ আছেন বিবেচনায়Ñ বিসিবি’র পক্ষ থেকে ঘুরে ফিরে এই নামগুলোই উচ্চারিত হয়েছে। তবে ভেংকটেশ প্রসাদ এমন অফারে আগ্রহী নন, তা মিডিয়াকে জানানোয় এবং চম্পকা রমানায়েকের সঙ্গে দ্বিতীয় মেয়াদে শ্রীলংকা ক্রিকেট একাডেমীর হেড কোচ পদে চুক্তি নবায়ন করায় অন্য যে নামগুলো ছিল তালিকায়, সেখান থেকে আকিব জাভেদকেই পছন্দ বিসিবি’র।
সংযুক্ত আরব আমিরাতকে সর্বশেষ এশিয়া কাপের মূল পর্বে তোলার এই কারিগর গত এপ্রিলে ওই দলটির হেড কোচের চাকরি থেকে ইস্তফা দেয়ায় এখন পুরোপুরি ফাঁকা থাকায় তার সঙ্গে কথা বলে বোলিং কোচের অফার দিয়েছে বিসিবি। অবশিষ্ট ছিল হেড কোচ হাতুরুসিংহের মতামত। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব নিতে হাতুরুসিংহের সম্মতি পাওয়ায় বোলিং কোচ নিয়োগে এই কোচের মতামতকে দিয়েছে গুরুত্ব বিসিবি। আকিবকে নিয়ে কাজ করতে আপত্তি নেই হেড কোচ হাতুরুসিংহের, তা জেনে যাওয়ায় ২২ টেস্ট এবং ১৬৩ ওয়ানডে ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদকেই পেতে চাইছে বিসিবি। এখন অপেক্ষা শুধু আকিব জাভেদের সম্মতি। আগামী দুই একদিনের মধ্যে আকিব জাভেদ সিদ্ধান্ত জানাবেন বলে চেয়েছেন সময়। সে তথ্যই দিয়েছেন বিসিবি সভাপতিÑ ‘ হাথুরুসিংহের চুক্তির ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে। আমরা তাকে রাখতে চাচ্ছি এবং সেও থাকতে চাচ্ছে। বোলিং কোচ হিসেবে আকিব জাভেদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের সিইও নিজাম উদ্দিন চৌধুরী আমাকে জানালেন, মঙ্গলবারের মধ্যে আমরা আশা করি হ্যাঁ বা না একটা কিছু পেয়ে যাব।’
আকিব জাভেদ প্রস্তাবে সম্মতি না দিলে বিকল্প বোলিং কোচের সন্ধান করবে বিসিবি,এমনটাই জানিয়েছেন তিনিÑ ‘এর সাথে সাথে বিকল্প আর কার-কার সাথে যোগাযোগ করা যায় সেই ব্যাপারে কথা বার্তা বলেছি।’ দলে একজন স্পিন কোচ শ্রীলংকান রুয়ান কালপাগে থাকতেও দ্বিতীয় স্পিন কোচের সন্ধানে এখন বিসিবি, সেই পরিকল্পনার কথাও জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমপিÑ ‘স্পিন কোচ নিয়েও আমরা কথা বলেছি, কার কার সঙ্গে কথা বলা যায়,তা দেখছি।’
দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট ফর্মূলা অনুমোদন হওয়ার কথা এ মাসের শেষ সপ্তাহে আইসিসি’র বার্ষিক সাধারন সভায়। ২০১৯ সাল থেকে এই ফর্মূলা প্রবর্তিত হলে বড় দলগুলোর সাথে টেস্ট খেলার সুযোগ হারাবে বাংলাদেশ। তবে এই পদ্ধতিকে সমর্থনের আগে নিজেদের লাভ-ক্ষতি জানতে চান বিসিবি সভাপতি। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহনের জন্য ওয়ানডে র‌্যাংকিংয়ের কঠিন হিসাব মিলিয়েছে বাংলাদেশ। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের হিসাবও অনেকটা এগিয়ে রেখেছে বাংলাদেশ। তবে গত ৩ বছর ওয়ানডেকে গুরুত্ব দিয়ে অপেক্ষাকৃত কম টেস্ট খেলায় এখন টেস্টের দ্বিতীয় স্তরে পড়তে হচ্ছে বাংলাদেশকে, সেটাই আফসোস পোড়াচ্ছে বিসিবি সভাপতিকে!
এদিকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের পক্ষে মুস্তাফিজুরের খেলার পক্ষে হেড কোচ হাতুরুসিংহে মতামত দিলেও এই বিস্ময় কাটার মাস্টারকে নিয়ে সতর্ক বিসিবি সভাপতিÑ ‘কোচ মনে করেন, মুস্তাফিজ কাউন্টি ক্রিকেটে খেললে আমাদের জন্য ভালো। সামনে আমাদের ইংল্যান্ডে খেলা আছে ও যে অভিজ্ঞতা অর্জন করবে সেটা আমাদের কাজে আসবে। তবে ওর ফিটনসেটাই সবার আগে। এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি, তাতে ওর ফিজিক্যাল কন্ডিশন অত ভালো না। আমরা খুব একটা ঝুঁকি নেব না। যদি দেখি ও ফিট আছে, তাহলে খেলতে যেতে পারবে। এখন আপাতত বিশ্রামে আছে। চার-পাঁচ দিন পর ঢাকায় আসবে। আবার ইভাল্যুয়েশন হবে, ওকে একটা প্রোগ্রামে দেয়া হবে। পরবর্তী ইভাল্যুয়েশনের আগে সঠিক করে বলা কঠিন হবে।’
ঘরোয়া ক্রিকেটে বাজে এবং পক্ষপাতমুলক আম্পায়ারিং নিয়ে সমালোচনা শুধু মিডিয়ায়ই হচ্ছে না, আম্পায়ারিংয়ের মান নিয়ে রীতিমতো ক্ষুদ্ধ বোর্ড সভাপতিÑ ‘প্রিমিয়ার লিগই শুধু নয়, প্রথম-দ্বিতীয়-তৃতীয় বিভাগ প্রত্যেকটা খেলায়ও আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ ধরনের আম্পায়ারিং ক্রিকেটেরই ক্ষতি করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আকিব জাভেদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিসিবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ