Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধী বৃদ্ধাকে গণপিটুনি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ৩:০২ পিএম

লালমনিরহাটে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত হয়েছেন মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধা (৬০)। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ওই বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন জিল্লুর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)।
গত শনিবার রাতে জেলা শহরের কলাবাগান কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাবাসী জানায়, মানসিক ভারসাম্যহীন (পাগল) এক বৃদ্ধা শহরের কলাবাগান কলোনি এলাকায় পরিত্যাক্ত রেললাইনে বসেছিলেন। এ সময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দিতে শুরু করে। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করতে যায়। এ সময় স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে আহত হন এসআই জিল্লুর রহমান। পরে ওই বৃদ্ধাকে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আহত বৃদ্ধার পরিচয় পাওয়া না গেলেও অনেকেই তাকে দীর্ঘদিন ধরে লালমনিরহাট শহরের বিভিন্ন গলিতে দেখেছেন বলে জানিয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক বলেন, অপরিচিত কাউকে কোনো প্রকার সন্দেহ হলে আইন হাতে তুলে না নিয়ে নিকটস্থ পুলিশকে খবর দিন। সন্দেহ হলেই কেউ অপরাধী নয়। মাথা কাটা বা ছেলেধরা এটা গুজব মাত্র। গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছেলেধরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ