রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রংপুরের পীরগাছায় পাঁচ বছরের এক শিশুর মাথার পিছনে জখম করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যা ৭টার পর থেকে চারদিকে ছড়িয়ে পড়েছে ছেলেধরা গুজব। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুম্পা খাতুন (৫) ওই গ্রামের রফিক মিয়ার মেয়ে।
শিশু রুম্পা ও তার পরিবারের লোকজন জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রুম্পা বাড়ির বাইরে বের হয়। এসময় মুখোশ পড়া এক ব্যক্তি রুম্পার মাথার পিছনে আঘাত করে। এতে তার চিৎকারে বাড়িতে থাকা বড় বোন ঈশিতা (১২) বাড়ি থেকে বের হলে মুখোশধারী ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে আহত রুম্পার মাথার পিছনে ৩টি সেলাই করানো হয় স্থানীয় পল্লী চিকিৎসকের মাধ্যমে।
শিশু রুম্পার বাবা রফিক মিয়া বলেন, আমি বাড়ির বাইরে ছিলাম। পরিবারের লোকজনের চিৎকারে বাড়িতে এসে দেখি আমার মেয়ে রুম্পার মাথার পিছনে রক্ত ক্ষরণ হচ্ছে। পরে পল্লী চিকিৎসকের মাধ্যমে তার চিকিৎসা করানো হচ্ছে। তিনি আরো জানান, আমার মেয়ের ক্ষতি সাধনের জন্য কে বা কারা মাথায় আঘাত করেছে।
স্থানীয় পল্লী চিকিৎসক ননী গোপাল বলেন, রুম্পার মাথার পিছনে একাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। রক্ত ক্ষরণ হওয়ায় সেলাই দিয়ে রক্ত ক্ষরণ বন্ধ করা হয়।
অন্যদিকে শুক্রবার সন্ধ্যা থেকে জখম হওয়ার খবরটি ভিন্ন ভাবে দ্রুতই ছড়িয়ে পড়ে চারদিকে। কেউ কেউ এলাকায় ছেলেধরা বা কল্লা কাটার আবির্ভাব ঘটেছে বলে গুজব ছড়াতে শুরু করে। ঘটনার পর পরেই প্রায় ৫ শতাধিক উৎসুক জনতা রুম্পাদের বাড়িতে ও স্থানীয় শিমুলতরী বাজারে ভীড় করে। তারা ওই অজ্ঞাত যুবককে খুঁজতে দল বেঁধে সর্বত্র তল্লাশী চালায়। তবে তাকে খুঁজে পায়নি।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুজব হিসেবে আমরা দেখছি। গুজব না ছড়ানোর জন্য সবাইকে আহবান জানাচ্ছি। এসময় গুজবে কান না দেওয়ারও আহবান জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।