Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বস্তির সপ্তমে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

প্রথমবারের মতো অংশ নিয়ে সপ্তমস্থান পেয়ে ইনডোর এশিয়া কাপ হকি টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। গতকাল থাইল্যান্ডের চোনবুরিতে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৯-০ গোলে বিধ্বস্ত করে ‘বি’ গ্রুপের চতুর্থ দল চাইনিজ তাইপে’কে। প্রথমার্ধে বিজয়ী দল ৫-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে লাল-সবুজরা আরো চার গোল আদায় করে নিজেদের যোগ্যতার প্রমাণ দেয়। এদিন ম্যাচের শুরু থেকেই গতিময় খেলা উপহার দেন জিমি-শিতুলরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তারা একের পর এক আক্রমণে দিশেহারা করে ফেলে চাইনিজ তাইপে’কে। ফলে গোলের পর গোল আদায় করতে সক্ষম হয় বাংলাদেশ দল। লাল-সবুজদের পক্ষে আশরাফুল ইসলাম, মিলন হোসেন ও অধিনায়ক ফরহাদ আহমেদ শিতুল দু’টি করে এবং রাসেল মাহমুদ জিমি, মাইনুল ইসলাম কৌশিক ও খোরশেদুর রহমান একটি করে গোল করেন।

ইনডোর হকিতে নিজেদের অভিষেক আসরে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ৬-০ গোলের হার দিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লাল-সবুজরা বর্তমান চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে ৮-০ গোলে বিধ্বস্ত হলে হতাশ হন দেশের হকিপ্রেমীরা। টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারলে সবার মনে শঙ্কা জাগে হয়তো থাইল্যান্ড থেকে শূণ্য হাতেই ফিরবেন আশরাফুল-শিতুলরা। ‘এ’ গ্রুপ থেকে একটি ম্যাচেও জয় পাবেন না তারা। কিন্তু না, তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দলের তারকা খেলোয়াড় মাইনুল ইসলাম কৌশিকের ডাবল হ্যাটট্রিকের সুবাদে ১৭ জুলাই গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৯-০ গোলে উড়িয়ে দেয় ফিলিপাইনকে। যদিও পরের দিন শেষ গ্রুপ ম্যাচে বিশ্ব ইনডোর হকি র‌্যাঙ্কিংয়ের ২৯তম দল স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-১ গোলের হার মেনে নেয় লাল-সবুজরা। এই ম্যাচে জয় পেলে টুর্ণামেন্টের পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু তা আর হলো না। পাঁচ দলের গ্রুপে চার ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে চতুর্থ দল হিসেবে সপ্তমস্থান নির্ধারণী ম্যাচই খেলতে হলো তাদেরকে। এ ম্যাচে ‘বি’ গ্রুপের চতুর্থ দল চাইনিজ তাইপে’কে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ। কাল যাদেরকে নিয়ে রীতিমতো ছেলেখেলাই খেললেন আশরাফুল-মিলন-শিতুল-জিমিরা। তাইপে’কে বিশাল ব্যবধানে হারিয়েই টুর্ণামেন্টে প্রথম অংশ নেয়া দলগুলোর মধ্যে নিজেদের সেরা প্রমাণ করলো লাল-সবুজের প্রতিনিধিরা। আসরের নবাগত বাকি তিন দলের মধ্যে চাইনিজ তাইপে, নেপাল ও ফিলিপাইন যথাক্রমে অষ্টম, নবম ও দশমস্থান পেয়েছে। আগামীকাল বিকেল ৫টায় ঢাকায় ফিরে আসবে বাংলাদেশ জাতীয় হকি দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বস্তির সপ্তম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ