Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বস্তি পাচ্ছেন না মরগ্যানও!

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

বিশ্বকাপ ফাইনাল শ্বাসরুদ্ধকর জয়ের পর এউইন মরগানকে ঠিক মেলানো যায়নি। সতীর্থদের তুলনায় ইংল্যান্ড অধিনায়ক যেন একটু বেশিই শান্ত ছিলেন। কেমন ভাবলেশহীন মুখ। সেটি কেন, তা এখন বোধ হয় আন্দাজ করে নেওয়া যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম টাইমসকে মরগান বলেছেন, ফাইনালটা যেভাবে শেষ হয়েছে তাতে মর্মপীড়ায় ভুগছেন।

দুই দলের নির্ধারিত ১০০ ওভারে ম্যাচ টাই। এরপর সুপার ওভারেও আলাদা করা যায়নি ইংল্যান্ড-নিউজিল্যান্ডকে। এক ওভারের সে লড়াইয়েও টাই করে বসে দুই দল। শেষ পর্যন্ত বেশি বাউন্ডারির মারার নিয়মে এগিয়ে থেকে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। মরগান তাই মনে করেন না বিশ্বকাপ ফাইনালের ফলটা ন্যায্য। ‘দুই দলের মাঝে যখন তেমন কোনো পার্থক্যই নেই তখন এ ধরনের ফল ন্যায্য বলে আমি মনে করি না। (ফাইনালে) এমন কোনো মুহূর্ত আসেনি যখন আপনি বলতে পারবেন, ম্যাচটা ফসকে গেল! আমি স্বাভাবিকই আছি। কী ঘটেছে তা মাঠে থেকেই দেখেছি। জেতায় এটি হজম করা সহজ হবে বলেও মনে করি না।’

ম্যাচে এমন কোনো মুহূর্ত নেই যেখানে কোনো দল ভালো খেলে অনেক এগিয়ে গেছে এবং পরে সেটাই পার্থক্য গড়েছে। এমনটাই মনে করছেন মরগান, ‘ম্যাচের গতিধারা পাল্টে দেওয়ার মতো কোনো মুহূর্ত নেই। হ্যাঁ, আমরা শুরু থেকেই জয়ের যোগ্য দাবিদার। কেনের (উইলিয়ামসন) সঙ্গে গত কয়েক দিন ধরেই কথা হচ্ছে। যৌক্তিকভাবে আমরা এ সিদ্ধান্তে আসতে পারিনি যে, কেউ ম্যাচে হাল ছেড়েছি।’
জয়ের ধরনে মরগানের যেমনই লাগুক এবারের বিশ্বকাপ ফাইনাল কিন্তু তাঁর দেখা সেরা ক্রিকেট ম্যাচ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মরগ্যানও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ