নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বহুল আলোচিত নির্বাচনের প্রায় এক মাসেরও বেশি সময় পরে গঠিত হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) স্ট্যান্ডিং কমিটি। গতকাল বাফুফের কার্যনির্বাহী কমিটির এক সভায় ২১টির মধ্যে ১৮টির চেয়ারম্যান চূড়ান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য জেলাভিত্তিক ফুটবলের (ডিএফএ) দায়িত্ব নিজেই নিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। যার সভাপতি আগে ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের। তৃতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ার পর এই দায়িত্ব নিজের কাছেই রাখবেন বলে সিদ্ধান্ত নেন সালাউদ্দিন। ২০০৮ সালে তিনি কোনো কমিটির চেয়ারম্যান ছিলেন না। পরের মেয়াদে মিডিয়া ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান থাকলেও ওই দুই কমিটির কোনো কর্মকাÐ ছিল না। এছাড়া বাফুফের মার্কেটিং ও ন্যাশনাল টিমস কমিটির দায়িত্বে যথারীতি রয়েছেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। তবে দু’কমিটিতে তার সঙ্গে কো-চেয়ারম্যান হিসেবে থাকছেন আরেক সহ-সভাপতি তাবিথ আওয়াল।
আরেকটি বড় চমক এসেছে ঢাকা মহানগর ফুটবল লীগ কমিটিতে। বাফুফের পাঁচ বারের সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। গত মেয়াদে এই কমিটির প্রধান ছিলেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ হাসান। বাফুফের সবচেয়ে সমালোচিত কমিটিগুলোর মধ্যে লীগ কমিটি অন্যতম। গেল চার বছর আবদুস সালাম মুর্শেদির নেতৃত্বাধীন কমিটি প্রায়ই বিতর্কের জন্ম দিয়েছিল। পেশাদার লীগকে ইভেন্ট ম্যানেজম্যান্টের মাধ্যমে চালানোর ঘোষণা দিলেও কাজী সালাহউদ্দিন শেষ পর্যন্ত সেই আবদুস সালামের হাতেই লীগের দায়িত্ব তুলে দিয়েছেন। আর ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়ই রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে আসা সহ-সভাপতি তাবিথ আউয়াল এবারও বড় কোনো কমিটির দায়িত্ব পাননি। টেকনিক্যাল কমিটি নামে নতুন একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে তাবিথ আউয়ালকে। এছাড়া বাফুফের আরেক সহ-সভাপতি কাজী নাবিলের সঙ্গে জাতীয় দল ও মার্কেটিং কমিটির কো-চেয়ারম্যান হিসেবেও রয়েছেন তিনি। কাজী নাবিল আহমেদ এই মেয়াদেও জাতীয় দল কমিটির চেয়ারম্যান হিসেবেই থাকছেন। এর পাশাপাশি মার্কেটিং কমিটিরও প্রধান করা হয়েছে তাকে। প্রথম বারের মতো বাফুফের কর্তা হয়েই এক কমিটির চেয়ারম্যান হয়েছেন ব্রাদার্সের উর্ধ্বতন কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ মহী। কম্পিটিশন কমিটির দায়িত্ব পেয়েছেন। গত মেয়াদে এই সাব-কমিটির দায়িত্ব পালন করেছিলেন তাবিথ আউয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।