Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তবুও ইংল্যান্ড সফরে আমির

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আসন্ন ইংল্যান্ড সফরে ফাস্ট বোলার মোহাম্মাদ আমিরকে দলে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবকিছু ঠিক থাকলে ৬ বছর আগে যে মাঠে শেষবারের মত সাদা জার্সিতে খেলেছিলেন, সেই লর্ডসেই আবার প্রত্যবর্তন হবে ২৪ বছর বয়সী আমিরের। কিন্তু সমস্যা হলÑ এখনো নিশ্চিত হয়নি আমিরের ইংল্যান্ড ভিসা। তবে পিসিবি কর্তাদের আশা, আগামী সপ্তাহের মধ্যেই এই সমস্যা কেটে যাবে। লর্ডসে সেদিন দল ইনিংস ব্যবধানে হালেও ক্যারিয়ার সেরা বোলিং (৬/৮৪) করেছিলেন বাঁ হাতি এই পেস বোলার। ঐ টেস্টের পরই বেরিয়ে আসে আমিরসহ তার দুই সতীর্থ মোহাম্মাদ হাফিজ ও অধিনায়ক সালমান বাটের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের খবর। এজন্য দীর্ঘদিন ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন তিনজনই। ইংল্যান্ডে জেলও খাটতে হয় তাদের। সব ধরনের সাজা কাটিয়ে তিনজনই ক্রিকেটে ফিরেছেন এক বছর হল। এর মধ্যে শুধুমাত্র আমিরই জায়গা পেয়েছেন জাতীয় দলে। নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশে ঘরোয়া টি-২০ লিগ ও ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপেও অংশ নেন আমির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তবুও ইংল্যান্ড সফরে আমির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ