Inqilab Logo

সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১, ০৯ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেফারি বাঁচালো ব্রাজিলকে

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ভ্যালেন্সিয়ার নিচু ক্রস ঠিকমত সামলাতে পারলেন না ব্রাজিল গোলকিপার আলিসন। মনে হল বল গড়িয়ে গোল-লাইন অতিক্রম করেছে। ডাগ-আউটেও ইকুয়েডর কর্মকর্তারা লাফিয়ে উদযাপন শুরু করেছেন ততক্ষণে। কিন্তু রেফারির তা নজরেই পড়ল না! মুহূর্তেই থেমে গেল ইকুয়েডরের উল্লাস। নইলে গতকাল (বাংলাদেশ সময়) গোলশূন্য ড্রয়ের ম্যাচে হয়ত বিষণœ বদনেই মাঠ ছাড়তে হত ব্রাজিলকে। ব্রাজিল ভক্তদের জন্য এর চেয়ে বড় সংবাদ হল, দলে চোটগ্রস্থের তালিকা আরো লম্বা করে কাল স্ট্রেচারে করে মাঠ ছাড়েন চেলসি তারকা মিডফিল্ডার উইলিয়ান।
একের পর এক চোটের আঘাতে ক্ষয়িষ্ণু ব্রাজিল ফুটবল দল যখন কোপার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন থেকেই যুক্তরাষ্ট্রে বন্ধু জাস্টিন বিবারের সাথে অবসরে মধুর সময় কাটাচ্ছেন নেইমার। গতকালও (বাংলাদেশ সময়) নতুন বন্ধুর সাথে গ্যালারিতে বসে সাক্ষি হলেন দলের ব্যর্থতার। নিজের দলকে দেখলেন ইকুয়েডরের গোলমুখে বারবার মুখ থুবড়ে পড়তে। প্রাণহীন ম্যাচে গোল করতে পারিনি কোন দলই। অথচ মাঠ এবং পরিসংখ্যানÑ দুটোই পক্ষে ছিল ব্রাজিলের। ক্যালিফোর্নিয়ার এই রোজ বোলে স্টেডিয়ামেই ইতালিকে টাইবেকারে হারিয়ে ১৯৯৪ সালে নিজেদের চতুর্থ বিশ্বকাপ ঘরে তুলেছিল ‘খেলোয়াড় কার্লোস দুঙ্গা’র দল। পরিসংখ্যানও বলছেÑ কোপায় ইকুয়েডরের বিপক্ষে ১৩ ম্যাচের ১২টি’তেই জয় হলুদ জার্সিধারীদের। একমাত্র ড্র’টিও সেই পেলের আমলে, ১৯৬৩ সালে। কিন্তু কোচ দুঙ্গা নেইমারহীন দুর্বল আক্রমণভাগ নিয়ে এবার আর পেরে উঠলেন না। গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারাতেই হল তাকে। এ নিয়ে গত ৬ আসরের চারটিতেই জয়হীন যাত্রা শুরু করল ব্রাজিল।
তবে পরিসংখ্যান যাই বলুক, এই ইকুয়েডরকে একটু সমীহ করা যেতেই পারে। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ইকুয়েডরই তো পয়েন্ট তালিকার শীর্ষ দল। গতকাল অবশ্য তাদের খেলাতেও তেমন কোন ধার ছিল না। পুরো ম্যাচে দু’দল মিলে লক্ষ্যেই শট নেয় মাত্র তিনবার। এ থেকেই বোঝা যায় কতটা ঘুপাড়ানির ফুটবল খেলেছে তারা। ব্রাজিলকে তো চিনতে হয়েছে তাদের ঐতিহ্যবাহী হলুদ জার্সি দেখে। এর মধ্যে প্রথম ৩৮ মিনিটেই ৩ বার হলুদ কার্ডের মুখোমুখী হতে হয় সেলেসাওদের। তবে ৩৫তম মিনিটের হলুদ কার্ডের জন্য ব্রাজিলিয়ানদের কাছ থেকে বাহবাই পাবেন এলিয়াস। দুর্দান্ত এক পাল্টা আক্রমণে হলুদ রক্ষণ ভেদ করে বিপজ্জনকভাবে ঢুকে পড়ছিলেন মনতারো। এলিয়াস তাকে ফেলে না দিলে হয়তো সমূহ বিপদই ঘটত। আর দ্বিতীয়ার্ধে তো রেফোরির সেই বিতর্কিত সিদ্ধান্তে বেঁচেই গেল ব্রাজিল। রিপ্লেতে দেখা যায়Ñ বল আলিসনের হাত থেকে গড়িয়ে গোল-লাইন অতিক্রম করেছিল, অর্থাৎ বৈধ একটি গোল থেকে বঞ্চিত করা হয় ইকুয়েডরকে। এছাড়া নেইমারহীন ম্যাচে সবার নজর ছিল গ্যাব্রিয়েলের ওপর। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর জোনাসকে উঠিয়ে গ্যাব্রিয়েলকে মাঠে নামান দুঙ্গা। তবে সান্তসের এই ফরোয়ার্ড ব্রাজিলিয়ানদের মুখে হাসি ফোটাতে পারেননি। আগামী পরশু অরল্যান্ডে হাইতির বিপক্ষে পয়েন্ট হালেই শঙ্কায় পড়ে যাবে ব্রাজিলের কোপার স্বপ্ন। তবে দুর্বল হাইতির বিপক্ষে জয় পাওয়ারই কথা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। গতকাল পেরুর কাছে একমাত্র গোলে হেরেছে হাইতি। এছাড়া কোস্টারিকা ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচও গোলশূন্য ড্র হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেফারি বাঁচালো ব্রাজিলকে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ