Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ার উত্তর সতর হাজী আবদুস ছোবহান সড়ক এখন মরণ ফাঁদ

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৯, ১১:৪০ এএম

ছাগলনাইয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল ছাগলনাইয়া, পরশুরাম অর্থাৎ ক্যাপ্টেন লিড সড়কের রওশন ফকির মাঝার থেকে উত্তর সতর হাজী আবদুস ছোবহান সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী এক দশকের বেশি সময় ধরে। উঠে গেছে কার্পেটিং, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রবল বর্ষণে গত কয়েকদিন অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। গতকাল বুধবার বিকেলে উত্তর সতর হাজী আবদুস ছোবহান সড়কে দেখা যায় এমন দৃশ্য। উপজেলার মহামায়া ইউনিয়নে অন্যতম এ সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন উত্তর সতর হাজী আবদুস ছোবহান সড়ক এলাকার হাজার হাজার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। স্থানীয়রা জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কটির অবস্থা নাজুক হয়ে পড়ে। অটোরিকশাচালকরা জানান, প্রতিদিন অন্তত পাঁচ হাজার মানুষ সড়কটি দিয়ে যাতায়াতের জন্য সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে। এ ছাড়া আরও দুই হাজারের বেশি মানুষ সড়কটি ব্যবহার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কের এ অবস্থার কারণে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। শহিদ উল্যাহ ভূঁঞা নামে এক পথচারী সড়কের এমন অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও মহামায়া ইউনিয়নের জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তর যশপুর গ্রাম পর্যন্ত নসু মেম্বার বাড়ীর পাশের রাস্তা এবং পশ্চিম দেবপুর গ্রামের সুজাদ আলী মজুমদার বাড়ী সড়ক দুটির বেহাল দশা। এগুলিও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ তিনটি সড়কের বিষয়ে জানতে চাইলে মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী জানান, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতারকে এ সড়ক গুলির সংস্কারের ব্যাপারে অবহিত করেছি। তিনি সংস্কারের আশ্বাসও দিয়েছেন। আশা করি অল্প সময়ের মধ্যে সড়ক গুলি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেয়া হবে। ছাগলনাইয়া উপজেলা প্রকৌশলী নজিবুর রহমান জানান, স্থানীয় এমপির ডিও লেটার দিয়ে ত্দবীর করলে আশা করি সংস্কার হয়ে যাবে।

 

 



 

Show all comments
  • Abdullah ২০ জুলাই, ২০১৯, ১২:০৬ পিএম says : 0
    নেত্রকনার বরতমান খবর চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেনী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ