Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাম্রাজ্যবাদী প্রভাব বিস্তারের যন্ত্র ওএএসে ফিরছে না কিউবা : রাউল

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সংগঠন (ওএএস)-এ পুনরায় যোগ দেবে না কিউবা। সম্প্রতি ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে বিরোধের জের ধরে কিউবা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। খবরে বলা হয়, কিউবার হাভানায় অনুষ্ঠেয় ক্যারিবীয় দেশগুলোর এক সম্মেলনে কিউবার প্রেসিডেন্ট উল্লিখিত সিদ্ধান্তের কথা বলেন। এ সময় তিনি ওএএসকে সা¤্রাজ্যবাদী প্রভাব বিস্তারের যন্ত্র বলে অভিহিত করেন। ১৯৬২ সালে ওএএস থেকে কিউবাকে বহিষ্কার করা হয়। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের পরিপ্রেক্ষিতে কিউবাকে পুনরায় গ্রহণের আভাস দিয়েছিল সংগঠনটির একটি সূত্র। হাভানায় গত শুক্রবার আয়োজিত ওই সম্মেলনে ভাষণে রাউল ক্যাস্ট্রো আরো বলেন, আমাদের সমর্থন থাকবে ভেনিজুয়েলার ভাইদের প্রতি এবং ভেনিজুয়েলার নেতা নিকোলা মাদুরের প্রকৃত সরকারের প্রতি। ক্যারিবীয় দেশগুলোর জ্বালানির অন্যতম জোগানদার ভেনিজুয়েলা। তাই এ অঞ্চলের দেশগুলোও কিউবার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানায়। সম্প্রতি ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা তোলেন ওএএসের মহাসচিব লুইস আলমারগো। স্পেনের সাবেক প্রধানমন্ত্রী জোস লুইস রদিরেগেজ জাপাতেরো ভেনিজুয়েলার কারাগারে থাকা বিরোধীদলীয় নেতা লিওপোল্ড লোপেজের সঙ্গে সাক্ষাৎ করেন। কারাকাসের বাইরে এক সামরিক কারাগারে ৯০ মিনিট দীর্ঘ এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানায় লিওপোল্ডোর বোন আদ্রিয়ানা লোপেজ। ভেনিজুয়েলার সরকার ও বিরোধীদের মধ্যে সম্পর্ক উন্নয়নের কাজ করছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী জোস লুইস। সহিংসতা ছড়ানোর অভিযোগে ৪৫ বছর বয়স্ক এই নেতাকে ১৪ বছরের কারাদ- দেওয়া হয়েছে। গত বছর কারাদ- শুরুর পর এই প্রথম পরিবারের বাইরে কারো সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলেন লিওপোল্ড। তার সমর্থকদের দাবি, তিনি নির্দোষ এবং রাজনৈতিক কারণেই তাকে কারাদ- দেওয়া হয়েছে। এপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাম্রাজ্যবাদী প্রভাব বিস্তারের যন্ত্র ওএএসে ফিরছে না কিউবা : রাউল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ