Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রের সতর্কতা দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলা হতে পারে

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় কেনাকাটার জন্য প্রসিদ্ধ এলাকা ও শপিংমলগুলোতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা হচ্ছে বলে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত শনিবার দক্ষিণ আফ্রিকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে তাদের হাতে এ তথ্য আসার কথা জানায়। দূতাবাসের ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতিতে বলা হয়, ইরাক ও লেভান্তে অবস্থিত ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহীরা প্রকাশ্যে নিজেদের অনুসারীদের রমজান মাসে বিশ্ব জুড়ে সন্ত্রাসী হামলা চালানোর আহ্বান জানিয়েছে। জেহাদিরা বিশেষ করে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপ টাউনের বানিজ্য কেন্দ্রে কেনাকাটার জন্য প্রসিদ্ধ এলাকা ও শপিংমলগুলোর কথা উল্লেখ করেছে। রয়টার্সের পক্ষ থেকে এই বিষয়ে কথা বলার জন্য দক্ষিণ আফ্রিকা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের বিবৃতিটি তারা খতিয়ে দেখছে। গতবছর সেপ্টেম্বরেও যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকায় সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছিল। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের সতর্কতা দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলা হতে পারে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ