Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

চীন তার মহাপ্রাচীরের মধ্যে একঘরে হয়ে পড়বে : কার্টার

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

জাপানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার চীনকে হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। একই সঙ্গে তিনি তার ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্র হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা দানকারী প্রধান শক্তি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তৃতায় কার্টার এসব কথা বলেছেন। এর পাশাপাশি তিনি এশিয়া প্রশান্ত-মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য সহযোগিতার কথা বলেছেন। দক্ষিণ চীন সাগর নিয়ে আঞ্চলিক কয়েকটি দেশের সঙ্গে চীনের যখন রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চলছে তখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ বক্তব্য দিলেন। তিনি আরো বলেছেন, দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকা- ও কৌশলগত লক্ষ্য নিয়ে এ অঞ্চল এমনকি এই কক্ষে উদ্বেগ বাড়ছে। কিন্তু এসব কর্মকা- অব্যাহত থাকলে চীন তার গ্রেট ওয়ালের মধ্যে একঘরে হয়ে পড়বে। তবে চীনের সঙ্গে মার্কিন সামরিক সহযোগিতার কথাও বলেছেন কার্টার। তিনি বলেন, শুধু ঝুঁকি কমানোর জন্য নয় বরং বাস্তব সহযোগিতা প্রতিষ্ঠার জন্য চীনের সেনাবাহিনীর সঙ্গে মার্কিন সেনাবাহিনী সমঝোতায় আসতে চায়। এদিকে, জাপানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করতে পারবে জাপান। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা সংলাপের অবকাশে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশেটান কার্টার এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি এ বিষয়ে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেন। এ সমঝোতার ফলে জাপানি কোম্পানিগুলো আমেরিকার লকহিড মার্টিন কোম্পানি ও রেইথিওয়নের মতো বিশাল প্রতিষ্ঠানের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করতে পারবে। আগে মার্কিন কোম্পানিগুলোর জন্য বিদেশ থেকে সামরিক যন্ত্রাংশ ও সরঞ্জাম কেনা নিষিদ্ধ ছিল। টোকিওর সঙ্গে চুক্তি হওয়ার ফলে এশিয়ার প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে সামরিক যন্ত্রাংশ ও সরঞ্জাম রপ্তানি করবে জাপান। রয়টার্স ও টাইমস নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন তার মহাপ্রাচীরের মধ্যে একঘরে হয়ে পড়বে : কার্টার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ