Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

আলী ছিলেন আমার আদর্শ : পেলে

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে বলেছেন, ক্রীড়া বিশ্ব এমন একজন তারকাকে হারালো যা পুষিয়ে দেওয়া সম্ভব নয়। আলী শুধু আমার বন্ধুই ছিল না, সে ছিল আমার আদর্শ, আমার স্বপ্নের নায়ক। শতাব্দীর সেরা ক্রীড়াবিদ বক্সার দ্য গ্রেটেস্ট মোহাম্মদ আলীর ইন্তেকালে শোকাহত গোটা বিশ্ব। ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা আলীর আত্মার শান্তি কামনা করছেন। ফ্রান্সের কিংবদন্তি রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান, জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রি, রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তি, দিদিয়ের দ্রগবা, বোয়েতাং, হাভিয়ের মাশ্চেরানো, ক্লদিও মারচিশিয়ো, পল পগবা, লুকাস পোডলস্কি, আরদা তুরান, এডিন জেকো, আরবেলোয়া, ইভান রেকিটিক, ক্রিস স্মলিং, সামি খেদিরা, সেস ফ্যাব্রেগাসদের মতো তারকারা আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন। তারা একইসঙ্গে সমবেদনা জানাচ্ছেন মোহাম্মদ আলীর পরিবার ও শুভানুধ্যায়ীদেরও। ব্রাজিলের ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে মোহাম্মদ আলীর আত্মার শান্তি কামনা করেছেন। ৭৪ বয়সে না ফেরার দেশে চলে যাওয়া এই বক্সারকে নিজের থেকেও সেরা অ্যাথলেট হিসেবে দেখতেন ফুটবলের কালো মানিক। পেলে এবং আলী দু’জনই ভালো বন্ধু ছিলেন। পেলের খেলা দেখতে যেতেন আলী, পেলেও আলীর খেলা দেখতে গিয়েছিলেন অনেক বার। আলী প্রসঙ্গে পেলে জানান, সে একটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রের ব্যক্তি। সব সময় আমার এই বন্ধু মজা করতে ভালোবাসতো। তাকে সব সময় দেখেছি অন্যকে সম্মান দিয়ে কথা বলতে। আমরা বহুবার একসঙ্গে ডিনার করেছি। সে আমাকে প্রায়ই জ্বালাতন করতো। আমার প্রতি সম্মান রেখেই বলতো আমি তোমার থেকেও বড় অ্যাথলেট। সত্যিই সে আমার থেকেও বড় তারকা। যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বক্সিং কিংবদন্তির মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পেয়ে যেন শোকের ভারে নুয়ে পড়েন পেলে। নিউইয়র্ক কসমসের হয়ে খেলার সময় পেলের খেলা দেখতে মাঠে উপস্থিত হতেন আলী। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলী ছিলেন আমার আদর্শ : পেলে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ