Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সত্যের জন্য লড়েছেন মোহাম্মদ আলী : ওবামা

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রয়াত বক্সিং গ্রেট মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বকে এক প্রচ- ঝাঁকুনি দিয়েছিলেন বলেই বিশ্ব আজ ভালো আছে। সর্বকালের সেরা এই বক্সারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওবামা বলেন, চ্যাম্পিয়ন আলী কেবলমাত্র রিং-এ নয় বাইরেও সত্যের জন্য লড়াই করেছেন। তাছাড়া মোহাম্মদ আলীর নির্ভীক সত্তা, যুদ্ধবাদ ও বর্ণবাদবিরোধী চৈতন্য, ন্যায় ও মানবিকতার প্রতি তার অঙ্গীকার এবং একজন জেদি মুক্ত মানুষের তেজের প্রশংসা করেন ওবামা। যুক্তরাষ্টের প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ দিন যাবত পার্কিনসনের সঙ্গে লড়াই শেষে গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করা সাবেক এ হেভিওয়েট চ্যাম্পিয়ন সত্যের জন্য লড়াই করেছেন। দ্যা সান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সত্যের জন্য লড়েছেন মোহাম্মদ আলী : ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ