নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইনডোর এশিয়া কাপ হকি টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। চার ম্যাচের একটিতে জিতে ‘এ’ গ্রুপে চতুর্থস্থান পেয়েছে বাংলাদেশ। তাই এখন সপ্তমস্থানের জন্য লড়বে তারা। সপ্তমস্থান নির্ধারণী ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চতুর্থস্থান পাওয়া চাইনিজ তাইপে। শনিবার মুখোমুখি হচ্ছে দু’দল। থাইল্যান্ডের চোনবুড়িতে বাংলাদেশ সময় দুপুর একটায় শুরু হবে চাইনিজ তাইপে-বাংলাদেশ ম্যাচটি।
ইনডোর এশিয়া কাপে এটাই প্রথম অংশগ্রহণ লাল-সবুজদের। অভিষেক আসর বলে ফলাফলও খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ এবং দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে ৮-০ গোলে বিধ্বস্ত হন শিতুল-জিমিরা। তবে তৃতীয় ম্যাচে এসেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারায় ফিলিপাইনকে। যদিও শেষ ম্যাচে লাল-সবুজরা স্বাগতিক থাইল্যান্ডের কাছে হেরে যায় ৩-১ গোলে। ফলে তিন পয়েন্ট নিয়ে পাঁচ দলের ‘এ’ গ্রুপে চতুর্থ হয় বাংলাদেশ। অন্যদিকে ‘বি’ গ্রুপে নেপালকে ৬-৭ গোলে হারিয়ে চতুর্থ হয় চাইনিজ তাইপে। বাংলাদেশের মত তারাও প্রথম খেলছে ইনডোর হকি এশিয়া কাপে। এখন সপ্তম ও অষ্টম স্থান নির্ধারনের জন্য লড়বে এই দু’দল। জিতলে ইনডোর হকিতে এশিয়ার ১০ দলের মধ্যে সপ্তম হবে বাংলাদেশ। হেরে গেল অষ্টম হয়েই সন্তুষ্ট থাকতে হবে বাংলাদেশকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।