Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কোনো সময় সঙ্ঘাতের শঙ্কা

বন্যায় ভারত-নেপাল সম্পর্কে উত্তাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম


নেপাল ও ভারতে বন্যার পানি বাড়ছে। এ নিয়ে দেশ দু’টি একে অপরকে দোষারোপ করা শুরু করেছে। ফলে দুই দেশের সম্পর্কে উত্তাপ বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, বন্যার বিষয়টি আরো জটিল আকার ধারণ করতে পারে। এমনকি এ নিয়ে যে কোনো সঙ্ঘাতের সূচনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি সম্পদের বিষয় বিবেচনা করলে নেপাল এবং ভারতের মধ্যকার সম্পর্ক কখনোই সহজ ছিল না। সা¤প্রতিক সময়ে বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো খারাপ হতে শুরু করেছে। চলতি বছর বন্যা পরিস্থিতি এই অঞ্চলে বেশ খারাপ আকার ধারণ করেছে। দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কে আরো উত্তাপ ছড়িয়েছে এই বন্যা পরিস্থিতি। সীমান্তের দুই পাশের বাসিন্দারা নিজেদের দুঃখ-কষ্টের জন্য পরস্পরকে দায়ি করছে।

ভারত এবং নেপালের মধ্যে প্রায় এক হাজার ৮০০ কিলোমিটার অভিন্ন সীমান্ত রয়েছে। নেপাল থেকে ভারতের উত্তরাঞ্চলে প্রায় ছয় হাজার নদী ও জলধারা প্রবাহিত হয়েছে। শুষ্ক মৌসুমে ভারতের গঙ্গা নদীতে প্রায় ৭০ শতাংশ পানি আসে নেপাল থেকে প্রবাহিত এসব নদী এবং জলধারা থেকে। যখন এসব নদীতে পানি বেড়ে যায়, তখন নেপাল এবং ভারতে বন্যা দেখা দেয়।
গত কয়েক বছর ধরে ভারত তার সীমান্তের ভেতরে বাঁধ নির্মাণ করায় নেপালের সীমান্তে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কারণ, নেপাল থেকে ভারতের দিকে যে বন্যার পানি প্রবাহিত হয় সেটিকে আটকে দেবার জন্য এসব বাঁধ নির্মাণ করা হয়েছে। দুই বছর আগে নেপালের পূর্বাঞ্চলে গিয়ে বিবিসি দেখতে পায় যে শুধু বন্যার পানি আটকে দেবার জন্য ভারতীয় অংশে বাঁধ নির্মাণ করা হয়েছে। এই বাঁধ নিয়ে নেপালের দিক থেকে আপত্তি তোলার পর ২০১৬ সালে সীমান্তে উভয় দেশের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

নেপাল বলছে এ ধরণের ১০টি বাঁধ রয়েছে যেগুলো নেপালের ভেতরে হাজার-হাজার হেক্টর জমি প্লাবিত করছে। এদিকে ভারতীয় কর্মকর্তারা বলছেন, সীমান্তে যেসব স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো রাস্তা। কিন্তু নেপালের বিশেষজ্ঞরা বলছেন, এসব স্থাপনা প্রকৃত পক্ষে বাঁধ। যার মাধ্যমে ভারতের গ্রামগুলোকে বন্যার হাত থেকে রক্ষা করা হচ্ছে।

নেপালের দক্ষিণাঞ্চলে গাউর নামক এলাকা গত বেশ কয়েকদিন যাবত পানিতে প্লাবিত। কর্মকর্তারা আশঙ্কা করছেন এ নিয়ে যে কোন সঙ্ঘাতের সূচনা হতে পারে। নেপালের আর্মড পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা কৃষ্ণা ধাকাল বলেন, অনেক আতঙ্কের পর ভারতীয় অংশে বাঁধের কয়েকটি গেট খুলে দেয়া হয়েছে এবং এতে আমরা উপকৃত হয়েছি।

ভারতীয় কর্মকর্তারা এ নিয়ে কোনো প্রশ্নের জবাব দেননি। দুই দেশের কর্মকর্তারা এ বিষয়টি নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা করে যাচ্ছেন। কিন্তু তাতে কোনো ফলাফল আসেনি। নেপাল এবং ভারতের মধ্যে সম্পর্কে আরো উত্তাপ ছড়িয়েছে বন্যা পরিস্থিতি। নেপালের আলোচক এবং ক‚টনীতিকরা নিজ দেশের ভেতরে বেশ সমালোচনার মুখে পড়েছেন। অনেকে মনে করেন নেপালের কর্মকর্তারা ভারতের কাছে বিষয়টি কার্যকর ভাবে তুলে ধরতে পারছেন না।

কিন্তু এর অর্থ এই নয় যে ভারতীয় অংশে কোন বন্যা হচ্ছে না। ভারতের বিহার রাজ্যে প্রায় ২০ লাখ মানুষ এ বছর বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে। কোশি এবং গÐক- এই দুই নদীতে যখন পানি বৃদ্ধি পায় তখন বিহারে বন্যা পরিস্থিতি নাজুক আকার ধারণ করে। এই দুই নদী গঙ্গায় গিয়ে পড়েছে। ভারতীয় অংশে বন্যার জন্য নেপালকে দায়ি করা হয়।
কিন্তু প্রকৃতপক্ষে সীমান্তে নদীতে যে বাঁধ দেয়া হয়েছে সেটি পরিচালনা করে ভারত সরকার। এই বাঁধ যদি নেপালের অংশেও হয়, তবুও ভারত সরকার এটি পরিচালনা করে। এই বাঁধগুলো প্রধানত নির্মাণ করেছে ভারত। উদ্দেশ্য হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, সেচ কাজ এবং বিদ্যুৎ উৎপাদন। কিন্তু নেপালের মানুষ মনে করছে, এতে তাদের কোনো উপকার হচ্ছে না।

অন্যদিকে ভারত সরকার এসব বাঁধকে একটি ভালো উদাহরণ হিসেবে উপস্থাপন করছে। কোশি নদীতে যে বাঁধ দেয়া হয়েছে সেখানে ৫৬টি বন্যা নিয়ন্ত্রণ গেট রয়েছে। নেপালের অভিযোগ, বর্ষাকালে এ নদীতে যখন পানি বিপদসীমায় পৌঁছে যায়, তখন ভারত সেসব গেট খুলে দেয় না। ফলে নেপালে বন্যার আশঙ্কা তৈরি হয়। উল্লেখ্য, এই কোশি নদী দীর্ঘ সময় ‘বিহারের দুঃখ’ হিসেবে পরিচিত ছিল।

নেপালের অনেক নদী চুর পর্বতমালার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। এই পর্বতমালার প্রতিবেশ এরই মধ্যে হুমকির মধ্যে পড়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পানি নিয়ে ভারত এবং নেপাল- এই দুই প্রতিবেশীর মধ্যে বিষয়টি আরো জটিল আকার ধারণ করতে পারে। সূত্র : বিবিসি বাংলা।

 



 

Show all comments
  • Abul Mia ১৯ জুলাই, ২০১৯, ১২:৪০ এএম says : 0
    দাদা হারামজাদারা সারা দুনিয়া চাবাইয়া খাইতাছে
    Total Reply(0) Reply
  • S.a. Zaman ১৯ জুলাই, ২০১৯, ১:১৬ এএম says : 0
    আমাদের উচিত তিস্তা আর ফারাক্কার পাশে বাধ দেওয়া। তাহলে হয়ত পামির নায্য হিসাব পাব।কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে?
    Total Reply(0) Reply
  • Redwan Hossain Dhoni ১৯ জুলাই, ২০১৯, ১:১৬ এএম says : 0
    এখন আমাদের দেশ রক্ষার্থে,আমাদের উচিত তিস্তা নদীতে বাদ দেওয়া।
    Total Reply(0) Reply
  • KhAn SaHeb ১৯ জুলাই, ২০১৯, ১:১৭ এএম says : 0
    ভারত ফসল পালান এর মৌসমে পানি দেয়না তাতে আমাদের কোন সমস্যা নয়! বাংলাদেশে বাদ নির্মাণ করলে ভারতের সব সমস্যা কারন তখন তারা বন্যায় প্লাবিত হবে, বন্ধুর দেশ খুবে ক্ষতি হয়ে যাবে। এটা একটা গল্পের কাহিনী হয়ে গেল না। গল্পটা হল দুই বন্ধুর। ১ ম বন্ধু:- ২ জনকে দাক্কা দিয়ে পেলতে গিয়ে নিজে পানিতে পড়ে হবুডুবু খাচ্ছে। ২ য় বন্ধু:-সাঁতার না পারার পর ও ১ ম বন্ধুকে বাচাতে ঝাপ দেয়। ১ ম বন্ধু:- ২ য় বন্ধুকে টেনে হিচড়ে উপরে উঠে আসে ১ ম বন্ধু। কিন্তু দ্বিতীয় বন্ধু ঠিকে পানির নিছে তলিয়ে গেল, ১ম বন্ধু হাসতে হাসতে বাড়ি পিরলো। বললো কি গাধা সে??? বাংলাদেশী রাজনীতি মানে গাধা হওয়া, প্রকৃতপক্ষে বন্ধুত্য নয় বরং নিজের জিবন দিয়ে অন্যর গোলামী পাহারা দেওয়াই হল বাংলার রাজনীতি। নেপাল তাও প্রতিবাদ করে। বাংলাদেশ তো চুপটি মেরে বসে আছে। খাতিল করতে গিয়া পাতিল ভাঙ্গে। ভারত স্বার্থ চাড়া এক পা ও নড়ে না। আর স্বার্থে কাছে কোটি মানুষ জবাই হল তাদের কাছে তাদের স্বার্থ বড়।
    Total Reply(0) Reply
  • Md Moniruzzaman ১৯ জুলাই, ২০১৯, ১:১৭ এএম says : 0
    আমাদের দেশের বন্যা জন্য ভারত দাই। তাই যতো তারাতাড়ি এই নদী গুলোতে বাদ দেওয়া দরকার
    Total Reply(0) Reply
  • বেলা অবেলা ১৯ জুলাই, ২০১৯, ১:১৮ এএম says : 0
    ভারতের স্বভাব খারাপ যে, তাই বাকবিতণ্ডা! বাংলাদেশ তো পুরা চুপ থেকে সব সয়ে যায়, তাই এই অংশে কোন বাকবিতণ্ডা নেই।
    Total Reply(0) Reply
  • Journalist Shohidul ১৯ জুলাই, ২০১৯, ১:১৮ এএম says : 0
    বণ্যা নিয়ন্ত্রক ভারত । ভারত চাইলে বাংলাদেশেও বণ্যা হয়
    Total Reply(0) Reply
  • Shariful Islam ১৯ জুলাই, ২০১৯, ১:১৮ এএম says : 0
    ভারত চায় এই এলাকার সব দেশ ওদের গোলাম হয়ে থাকুক
    Total Reply(1) Reply
    • Yourchoice51 ১৯ জুলাই, ২০১৯, ৮:৩০ এএম says : 4
      100% correct.
  • Ashik Sumon ১৯ জুলাই, ২০১৯, ১:১৮ এএম says : 0
    পৃথিবীর সবচেয়ে হারামী প্রতিবেশী দেশ হইলো ভারত । ভারতের চেয়ে জঘন্য প্রতিবেশী আপনি আর পাবেন না।
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ১৯ জুলাই, ২০১৯, ৯:৩৫ এএম says : 0
    Varot emon eakta desh jader jonno kono protibeshi desh shantite shoho obostan korte parena,tara etoi sharthobaj nijer shob protibeshike shokno maushome pani atke dei ar borshar maushome pani sere dia protibeshider dubai mare
    Total Reply(0) Reply
  • Miah Muhammad Adel ২৫ জুলাই, ২০১৯, ৩:২৯ পিএম says : 0
    অবশ্যই ভারত দায়ী বাংলাদেশে আর নেপালে বন্যা সৃষ্টির জন্য। খরার মৌসুমে সব পানি আটকে রাখবে আর বর্ষার মৌসুমে বদহজম করা পানি সব ছেড়ে দিয়ে প্রতিবেশীদের অপূরণীয় ক্ষতি করবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্ঘাতের শঙ্কা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ