Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হার দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো হকি দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ৯:২৮ পিএম

ইনডোর এশিয়া কাপ হকি টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে টানা দু’ম্যাচে মালয়েশিয়া ও ইরানের বিপক্ষে বড় হারের পর তৃতীয় ম্যাচে বুধবার ফিলিপাইনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ৯-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে আর পেরে ওঠেনি লাল-সবুজরা। যথারীতি হার দিয়েই গ্রুপ পর্ব শেষ করতে হলো বাংলাদেশকে। বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের চুনবুরিতে নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ড ৩-১ গোলে হারায় বাংলাদেশকে। প্রথমার্ধে বিজয়ীরা ২-০ গোলে এগিয়েছিল। এই ম্যাচে জয় পেলে টুর্ণামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু তা আর হলো না। পাঁচ দলের গ্রুপে চার ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে আছে লাল-সবুজরা। গ্রুপের অন্য দলগুলোর একটি করে ম্যাচ বাকি রয়েছে। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচ ডে’র পর যদি বাংলাদেশ চতুর্থস্থানেই থাকে তাহলে শনিবার ‘বি’ গ্রুপের চতুর্থ দলের বিপক্ষে সপ্তমস্থান নির্ধারনী ম্যাচ খেলতে হবে তাদেরকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হকি

২ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ