প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউড শীর্ষ পাঁচ
১ স্পাইডার-ম্যান : ফার ফ্রম হোম
২ টয় স্টোরি ফোর
৩ ক্রল
৪ আলাদিন
৫ ইয়েস্টারডে
ক্রল
আলেকজান্ডার এজা পরিচালিত হরর ফিল্ম ‘ক্রল’। ‘হাই টেনশন’ (২০০৫), ‘হিলস হ্যাভ আইজ’ (২০০৬), ‘মিররস’ (২০০৮), ‘পিরানহা’ (২০১০), ‘হর্নস’ (২০১৪) এবং ‘দ্য নাইন্থ লাইফ অফ লুইস ড্র্যাক্স’ (২০১৬) এজা পরিচালিত চলচ্চিত্র।
ক্যাটেগরি ফাইভ হারিকেনের পূর্বাভাসকে সামনে রেখে ফ্লোরিডার প্রশাসন বাসিন্দাদের নিরাপদ জায়গায় চলে যাবার নির্দেশ দেয়। কিন্তু হেলি কেলার (কেয়া স্কডেলারিও) এই নির্দেশ না মেনে তার বাড়িতে রয়ে যায়। তার বাবা ডেভ কেলারকে (ব্যারি পেপার) খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে তার খুঁজে পেতে হবে। শেষ পর্যন্ত সে বুঝতে পারে বাবা বাড়ির তল কুঠরিতে আটকে পড়েছে। একটি কুমীরের কবলে পড়েছে ডেভ। উদ্ধার করতে গেছে হেলিকেও আক্রমণ করে কুমীরটি। এদিকে জলোচ্ছ¡াসের পানি ক্রমে উপরে উঠে আসছে আর তাতে কুমীরের আক্রমণের জায়গাও বাড়ছে। প্রকৃতি আর হিংস্র কুমীর দুই থেকেই বাঁচতে হবে তাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।