Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্দোলনের মাধ্যমেই বেগম জিয়ার মুক্তিসহ ভোটাধিকার ফিরিয়ে আনা হবে -মির্জা ফখরুল

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ৮:১৬ পিএম

বিএনপি‘র বরিশাল বিভাগীয় সমাবেশে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা মামলা দিয়ে বিচার বিভাগকে নিয়ন্ত্রন করায় বেগম খালেদা জিয়ার জামিন হচ্ছে না। সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, আইনীপন্থায় সরকার বাধা হয়ে দাড়ানোর কারণে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করতে বাধ্য হচ্ছি। জনগনকে নিয়ে আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব এবং জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনবো।
খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
দলের যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি মুজিবর রহমান সারোয়ারের সভাপতিত্বে এ সমাবেশে দলীয় মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভোট দিয়েছে কিনা প্রশ্ন রাখেন। উত্তর আসে, কেউ ভোট কেন্দ্রে যায়নি। বিএনপি মহাসচিব জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে গ্রহণযোগ্য নির্বাচন দিতে বর্তমানে সরকারের প্রতি আহ্বান জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা পরবর্তী যা কিছু আদায় হয়েছে তা জনগনের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই। খালেদা জিয়ার মুক্তি ও জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনতে আবারো জনগনকে সাথে নিয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
বৃহস্পতিবারের এ বিভাগীয় সমাবেশে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাজাহান ওমর, এ্যাডভোকেট জয়নাল আবেদীন ও মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ-বীর বিক্রমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চান, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ১৮ জুলাই, ২০১৯, ৯:৫৪ পিএম says : 0
    দেখো ফখরুল ইসলাম আল্লাহ উয়ালা হইয়া যাও। দেখিবায় ভোট চুন্নিরা পালাইবার রাস্থা পাইবে না। ইনশাআল্লাহ। ইসলাম শান্তি ,ইসলাম মুক্তি, ইসলাম শিফা ,ইসলাম রাজনীতি, ইসলাম শক্তি,ইসলাম সম্পদ। ইসলাম All in one .ফখরুল ইসলাম আপনার দাঁড়ি কোথায়? আপনিকি নামাজ পড়েন? নেতা বানিয়েছেন একটা গরদব বে নামাজী ।ওদের দিয়ে কিচুই হইবে না ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ