বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্তের জেরে দেশীয় অস্ত্র মামলায় আজিরুল ইসলামের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক লিয়াকত আলী মোল্লা। পরে তাকে আদালত থেকে নামিয়ে জেলহাজতে প্রেরণ করে। চাঁপাইনবাবগঞ্জের আইনজীবী সেন্টু জানান, বুধবার আজিরুলের জামিনের আবেদন করলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। প্রসঙ্গত, গত পহেলা জুলাই আজিরুল দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি পড়ে। পরে থানা পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। গত ৫ জুলাই আজিরুলের নিজ বাড়ি থেকে দেশীয় হাসুয়াসহ আজিরুলকে আটক করে এসআই সিরাজ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৯/৩৯০, তারিখ ০৫-০৭-১৯। পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘ তিনমাস ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।