Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়েও স্বস্তিতে নেই কলম্বিয়া

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত লাতিন আমেরিকার বাইরে অনুষ্ঠিত হচ্ছে কোপা আমেরিকা। গতকাল (স্থানীয় সময় পরশু) তারই উদ্বধোনী দিনে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অবস্থিত সাড়ে ৬৮ হাজার দর্শক ধারণক্ষম লেভাইস স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। এ থেকে সহজেই অনুমেয়- শতবর্ষী উপলক্ষে বিশ্বের প্রাচীনতম এই ফুটবল আসরকে ঘিরে রোমাঞ্চের একটুও কমতি নেই স্বাগতিকদের। তবে প্রথম দিনেই স্বাগতিকদের সেই রোমাঞ্চের পারদে ধাক্কা দিয়েছে কলম্বিয়া। যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে তারা। অষ্টম মিনিটেই ক্রিশ্চিয়ান জাপাতার গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ১৯৯৯ সালের পর এটিই কোপার দ্রæততম গোলের রেকর্ড। আর কলম্বিয়ার জার্জি গায়ে ৮ বছরে ৪২ ম্যাচের ক্যারিয়ারে এটিই এসি মিলান ডিফেন্ডার জাপাতার প্রথম গোল। এছাড়া দলের আলো নিজের দিকে নিতে তো কলম্বিয়ার একজন হামেস রদ্রিগুয়েজ আছেনই। প্রথমার্ধে তার ‘সমালোচিত’ পেনাল্টি গোলেই ব্যবধান দ্বিগুণ করে কলম্বিয়া। কোপার যাত্রাটা জয় দিয়ে হলেও একদম স্বস্তিতে নেই কলম্বিয়া। অবশেষে চোটের কাছে আবারো পরাস্থ অধিনায়ক রদ্রিগুয়েজ। দ্বিতীয়ার্ধে ১৫ মিনিট পর পিঠে আঘাত নিয়ে মাঠ ছাড়েন দলের প্রাণভোমরা। লম্বা মৌসুম রিয়ালের বেঞ্চে কাটানোর পর এবার জাতীয় দলেও তাঁকে নিয়ে তৈরি হল একই শঙ্কা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়েও স্বস্তিতে নেই কলম্বিয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ