নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী ও রানার্সআপ পাবনা জেলা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ১৬তম আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে। এ দল দু’টি আজ বিকেল ৪টায় ফাইনালে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্ব›িদ্বতা করবে। উল্লেখ্য, গত দুই আসরেও এ দল দু’টি ফাইনালে খেলেছিল। সিজেকেএস’র প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালটি ছিল একপেশে। এতে পাবনা ৩-০ সেটে খুলনাকে হারালেও দ্বিতীয় সেমিফাইনাল রাজশাহী ও রাজবাড়ির মধ্যেকার ম্যাচটি ছিল বেশ প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ। এতে রাজশাহী ৩-২ সেটে রাজবাড়ির বিরুদ্ধে জয়লাভ করে। রাজশাহী রাজবাড়ির বিরুদ্ধে ২৫-১৭ পয়েন্টে এগিয়ে গেলেও দ্বিতীয় ও তৃতীয় গেইমে রাজবাড়ি প্রতিদ্ব›িদ্বতা বজায় রেখে রাজশাহীকে পরাজিত করলে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি বেশ জমে উঠে। কিন্তু শেষ দু’টি ম্যাচে রাজশাহীর মহিলা খেলোয়াড়দের শক্তি ও কৌশলের কাছে রাজবাড়ি হার মানতে বাধ্য হয়। এদিকে গত দুই আসরে স্বাগতিক চট্টগ্রাম চতুর্থ স্থানে থাকলেও চলতি আসরে এ দলটি কোয়ার্টার ফাইনালে রাজবাড়ির কাছে হেরে বিদায় নিয়ে দর্শকদের হতাশ করেছে। চট্টগ্রামের দর্শকরা আশা করেছিল স্বাগতিক চট্টগ্রাম এবার তৃতীয় স্থানে থাকবে। কিন্তু তাদের সেই আশা বিলীন করে দিয়েছে চট্টগ্রামের মহিলা দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।