পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স ও চেংদু এরোস্পেস কর্পোরেশন (পিএসি/সিএসি)-এর তৈরি জেএফ-১৭ থান্ডার বøক-থ্রি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট চলতি বছরের শেষ দিকে আকাশে উড়বে। এসব বিমান ২০২০ সালে পাকিস্তান বিমান বাহিনীতে মোতায়েন শুরু করার কথা রয়েছে। ২০২৪ সালের মধ্যে ৫০টি জেএফ-১৭ বøক-থ্রি বহরে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে পিএএফের। পিএসি কামরায় এয়ারক্রাফট ম্যানুফেকচারিং ফ্যাক্টরির (এএমএফ) চূড়ান্ত সংযোজন লাইনে এরই মধ্যে প্রবেশ করেছে বøক-থ্রি। পিএসি চেয়ারম্যান এয়ার মার্শাল আহমেদ শাহজাদ এআইএন অনলাইনকে বলেছেন, ৫০টি বøক থ্রি এয়ারক্রাফটের প্রথম দুটির সাব-এসেমবিøগুলো তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এরপর ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ১২টি করে বিমান তৈরি করা হবে। এ বছর আমরা আটটি ডুয়েল সিটার সংযোজন করবো, ২০২০ সালে করা হবে ১৪টি এবং বাকি চারটি ২০২১ সালে। এসব বিমানের ৫৮ শতাংশ সরঞ্জাম তৈরি করে পাকিস্তান। এগুলোর মধ্যে রয়েছে: ডানা, হরাইজন্টার টেইল, ভার্টিক্যাল টেইল ও ফরোয়ার্ড ফিউজেলাজ। অন্যদিকে সিএসি’র তৈরি ৪২ শতাংশ সরঞ্জামের মধ্যে মধ্য ও পেছনের ফিউজেলাজ রয়েছে। পাকিস্তানে সংযোজনের জন্য চীন থেকে এই বিমানের যন্ত্রাংশ নিয়ে আশা হয়। বছরে ২৫টি জেএফ-১৭ এয়ারক্রাফট তৈরির ক্ষমতা রয়েছে পিএসি’র। পাকিস্তান বিমানবাহিনীর বহরে বর্তমানে সক্রিয় ৮৫টি জেএফ-১৭ বøক-১ ও বøক-২ রয়েছে। পিএএফের সার্ভিসে মোট জেএফ-১৭ সংখ্যা ছিলো ৯৮। এই সংখ্যা ১১২ পর্যন্ত স¤প্রসারণ করা হবে। পাকিস্তানের প্রথম জেএফ-১৭ স্কোয়াড্রনে ১৪টি জেএফ-১৭ বøক-১ ফাইটর রয়েছে। ২০১০ সালে এই স্কোয়াড্রন গঠন করা হয়। পিএএফের বর্তমানে ছয়টি অপারেশনাল স্কোয়াড্রন রয়েছে। জেএফ-১৭ দিয়ে পিএএফ তার বহরের পুরনো চেংদু এফ-৭ এবং ডসাল্টের মিরেজ থ্রি/ফাইভ ফাইটারগুলো বদলে ফেলছে। জেএফ-১ ও ২ সংস্করণে রাশিয়ান ক্লিমভ আরডি-৯৩এমএ টারবোগান ইঞ্জিন ব্যবহার করা হয়। বøক-থ্রিতে আরডি-৯৩এমএ বা চীনের ডবিøউএস-১৩ ইঞ্জিন ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।