Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রুহানির অভিনন্দন

প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইরানি জনগণকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা বা জেসিপিওএ উপসংহারে পৌঁছেছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং এই বিজয়ের দিনে ইরানের জনগণকে অভিনন্দন জানাই। গত শনিবার শেষ বেলায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ঘোষণা করেন যে, তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এ ঘোষণার পর প্রেসিডেন্ট রুহানি তার টুইটার পেইজে ইরানের জনগণের উদ্দেশ্যে এ অভিনন্দন বার্তা দেন। রেডিও তেহরান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুহানির অভিনন্দন

১৮ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ