নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আর মাত্র একদিন। এরপরই কোর্টে গড়াতে যাচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড সø্যাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। শীর্ষ বাছাই হিসেবে এবারের আসর শুরু করতে যাচ্ছেন বর্তমান নাম্বার ওয়ান নোভাক জোকেভিচ আর সেরেনা উইলিয়ামস। গতকাল র্যাংকিংয়ের হিসেবে নিশ্চিত হওয়া বাছাইয়ের জোকোভিচ খেলবেন ষষ্ঠ শিরেপার লক্ষ্যে, আর হাঁটুর চোটে থাকা সেরেনার লক্ষ্য এই আসরের ৭ম শিরোপা ঘরে তোলা।
পুরুষদের এককে দ্বিতীয় বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করবেন অ্যান্ডি মারে, তার পরই আছেন ১৭টি গ্র্যান্ড সø্যামের মালিক রজার ফেদেরার। আরেক সুইস তারকা ২০১৪ সালের চ্যাম্পিয়ন স্ট্যান ভাভরিঙ্কা আছেন রাফায়েল নাদালেরও আগে, চারে। ৫ নম্বরে থাকা নাদালের আরেক স্বদেশী রিচার্ড গ্যাসকোয়েটের এবার খেলা হচ্ছে না পিঠের ইনজুরির কারণে। এছাড়া, থমাস বার্ডিচ ৬, কেই নিশিকেরি ৭, ডেভিড ফেরার ৯, জো-উইলফ্রেড সোঙ্গা ৯ আর জন ইসনার খেলবেন ১০ নম্বরে থেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।