Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আলেপ্পোতে সরকারি বাহিনীর হামলায় নিহত ১০

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

লাতাকিয়ায় আইএসের আত্মঘাতী বোমা
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার লাতাকিয়া শহরের খোলাফায়ে রাশেদিন নামের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, লাতাকিয়ার দাতুর এলাকার খোলাফায়ে রাশেদিন মসজিদে চালানো ওই হামলায় অন্তত দুজন পুলিশ সদস্য নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কেউ ওই হামলার দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে, জিহাদি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলাটি চালিয়ে থাকতে পারে। এদিকে, সিরিয়ার আলেপ্পো নগরীর বাইরে গুরুত্বপূর্ণ ক্যাস্টেলো সড়কের ওপর একটি বাসে শুক্রবার সরকারি বাহিনীর হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লন্ডনভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ক্যাস্টেলো সড়ক হচ্ছে বিদ্রোহীদের প্রধান সরবরাহ পথ। বেসামরিক প্রতিরক্ষা বিভাগ হোয়াইট হেলমেটস জানিয়েছে, শুক্রবার আলেপ্পোর পূর্বাঞ্চলে বিরোধী গ্রুপ নিয়ন্ত্রিত এলাকায় সরকারি বাহিনী হামলা চালায়। এ নিয়ে সরকারি এবং বিদ্রোহী বাহিনীর চলমান সংঘর্ষে গত দুই সপ্তাহে আলেপ্পোতে দুই শতাধিক বেসামরিক নাগরিক নিহত হলো। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, গত বৃহস্পতিবার আসরের নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় মোটরসাইকেলে বেঁধে রাখা বোমার সাহায্যে সন্ত্রাসীরা ওই হামলা চালায়। উপকূলীয় শহর তারতুস ও জাবলায় সিরিজ বোমা হামলায় অন্তত ১৬০ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর ওই হামলা হলো। সিরিয়ায় সংকট শুরুর পর থেকে ভূমধ্যসাগরের উপকূলীয় শহরগুলোতে সহিংসতার ঘটনা কিছুটা কম ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীরা এসব শহরকে কেন্দ্র করেই একের পর এক হামলা চালাচ্ছে। আল-জাজিরা, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলেপ্পোতে সরকারি বাহিনীর হামলায় নিহত ১০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ