Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেভাবে শুরু...

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সালটা ১৯৫৪। সে সময় একদিন মোহাম্মদ আলীর (ক্যাসিয়াস ক্লে) শখের সাইকেলটি চুরি হয়ে যায়। পুলিশ অফিসার মার্টিনের সহযোগিতায় পরে তা উদ্ধারও হয়। উদ্ধারকারী পুলিশ অফিসারকে তখন মোহাম্মদ আলী বলেন, আমি ওই সাইকেল চোরকে পেটাবো। তখন পুলিশ অফিসরাটি তাকে বললেন, চোরকে পেটাতে হলে আগে লড়াই করতে শিখতে হবে। পুলিশ অফিসার মার্টিন ছিলেন একজন বক্সার এবং তিনি শহরে বক্সিংয়ের প্রশিক্ষণও দিতেন। এই কথার প্রেক্ষিতে পরদিনই মোহাম্মদ আলী বক্সিং শেখা শুরু করেন মার্টিন-এর কাছ থেকে। সে সময় তিনি (মার্টিন) তাকে শিখিয়েছিলেন কিভাবে প্রজাপতির মত নেচে নেচে মৌমাছির মত হুল ফুটিয়ে লড়াই করতে হয়। আর এভাবেই শুরু হয় মোহাম্মদ আলীর বক্সিং ক্যারিয়ার।
১৯৬০ সালের অক্টোবরে তিনি প্রথমবারের মতো পেশাদার বক্সিংয়ে অংশ নিয়ে শিরোপা জেতেন। মোহাম্মদ আলীর এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৬১টি লড়াইয়ে অংশ নিয়ে ৫৬টিতে জয়লাভ করেছেন। এর মধ্যে ১৯৬০ সাল থেকে ১৯৬৩ সাল পর্যন্ত টানা ১৯টি লড়াইয়ে জয়লাভ করেন তিনি। যার মধ্যে ১৫টিই ছিল নকআউট পর্বের খেলা। ১৯৬০ সালে তিনি অলিম্পিকে স্বর্ণ জয় করেন। ফক্স নিউজ, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যেভাবে শুরু...

৫ জুন, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ