Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইরানের বিমান কেনা সংক্রান্ত চুক্তি

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের বিমান কেনা সংক্রান্ত ইউরোপীয় এয়ারবাস কোম্পানির সঙ্গে করা এক হাজার ডলারের চুক্তিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। ইরানের উপ-পরিবহনমন্ত্রী আসগর ফখরিয়েহ কাশান গত শুক্রবার এ কথা বলেন। গত মধ্য জানুয়ারিতে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার সময় থেকে দেশটি তিনটি পশ্চিমা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছ থেকে ২শ’ বিমান কেনার অর্ডার দেয়। কিন্তু এয়ারবাসের ১০ শতাংশেরও বেশি যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রের তৈরি বলে এসব কিনতে যুক্তরাষ্ট্রের অফিস অব ফরেন অ্যাসেট্স কন্ট্রোল (ওএফএসি)এর অনুমোদন লাগবে। গত প্রায় দু’দশক ধরে পশ্চিমা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ইরানের কাছে বিমান, সরঞ্জাম কিংবা খুচরা যন্ত্রাংশ বিক্রি করতে পারছে না। কিন্তু অবরোধ তুলে নেয়ার পর গত জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির প্যারিস সফরকালে তেহরান ও এয়ারবাসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গত ১৮ এপ্রিল ফ্রান্সের পরিবহণ মন্ত্রী এলিয়ান ভিদালিস তেহরান সফরকালে জানান, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের অনুমোদন পাওয়া যাবে। তবে সম্প্রতি এয়ারবাসের বিক্রয় প্রধান জন লেহাই এভিয়েশন ডেইলির ওয়েবসাইটে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইরানের বিমান কেনা সংক্রান্ত চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ