বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছ এক ইয়াবা ব্যবসায়ী। তার নাম মোঃ আব্দুল মালেক (৩৬) বলে জানাগেছে।
বুধবার (১০জুলাই) দিবাগত পৌনে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল মাঠ ছড়া এলাকায় এঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে পুলিশের ৩ সদস্য আহত ও ঘটনাস্থল থেকে ইয়াবা-অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবী করেছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা উদ্ধার অভিযানে গেলে পুলিশের অবস্থান টের পেয়ে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।
কিছুক্ষণ পর মাদককারবারীরা পিছু হঠলে ঘটনাস্থল তল্লাশী করে ২টি দেশীয় তৈরী এলজি, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ২১টি খালি খোসা ও ৫ হাজার পিচ ইয়াবাসহ টেকনাফ নতুন পল্লান পাড়া এলাকার মৃত মকবুল আহমদের পুত্র মোঃ আব্দুল মালেক গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
এসময় পুলিশের এএসআই রামচন্দ্র দাশ, কনেস্টেবল আব্দুস শুক্কুর ও রাজু আহমদ আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।