নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্কোর কার্ড
বিশ্বকাপ : ১ম সেমিফাইনাল
ভারত-নিউজিল্যান্ড, ওল্ড ট্রাফোর্ড
টস : নিউজিল্যান্ড (ব্যাটিং)
নিউজিল্যান্ড ইনিংস রান বল ৪ ৬
গাপটিল ক কোহলি ব বুমরাহ ১ ১৪ ০ ০
নিকোলস বোল্ড জাদেজা ২৮ ৫১ ২ ০
উইলিয়ামসন ক জাদেজা ব চাহাল ৬৭ ৯৫ ৬ ০
টেলর রান আউট ৭৪ ৯০ ৩ ১
নিশাম ক কার্তিক ব পান্ডিয়া ১২ ১৮ ১ ০
গ্র্যান্ডহোম ক ধোনি ব ভুবন ১৬ ১০ ২ ০
লাথাম ক জাদেজা ব ভুবন ৩ ৪ ০ ০
স্যান্টনার অপরাজিত ৯ ৬ ১ ০
হেনরি ক কোহলি ব ভুবন ১ ২ ০ ০
বোল্ট অপরাজিত ৩ ৩ ০ ০
অতিরিক্ত (লেবা ৫, ও ১৩) ১৮
মোট (৮ উইকেট, ৫০ ওভার) ২৩৯
উইকেট পতন : ১-১ (গাপটিল), ২-৬৯ (নিকোলস), ৩-১৩৪ (উইলিয়ামসন), ৪-১৬২ (নিশাম), ৫-২০০ (গ্র্যান্ডহোম), ৬-২২৫ (টেলর), ৭-২২৫ (লাথাম), ৮-২৩২ (হেনরি)।
বোলিং : ভুবনেশ্বর ১০-১-৪৩-৩, বুমরাহ ১০-১-৩৯-১, পান্ডিয়া ১০-০-৫৫-১, জাদেজা ১০-০-৩৪-১, চাহাল ১০-০-৬৩-১।
ভারত ইনিংস রান বল ৪ ৬
রাহুল ক লাথাম ব হেনরি ১ ৭ ০ ০
রোহিত ক লাথাম ব হেনরি ১ ৪ ০ ০
কোহলি এলবিডবিøউ ব বোল্ট ১ ৬ ০ ০
পান্ত ক গ্রান্ডহোম ব স্যান্টনার ৩২ ৫৬ ৪ ০
কার্তিক ক নিসাম ব হেনরি ৬ ২৫ ১ ০
পান্ডিয়া ক উইলিয়ামসন ব স্যান্টনার ৩২ ৬২ ২ ০
ধোনি রান আউট ৫০ ৭২ ১ ১
জাদেজা ক উইলিয়ামসন ব বোল্ট ৭৭ ৫৯ ৪ ৪
ভুবেনেশ্বর বোল্ড ফার্গুসন ০ ১ ০ ০
চাহাল ক লাথাম ব নিসাম ৫ ৫ ১ ০
বুমরাহ অপরাজিত ০ ০ ০ ০
অতিরিক্ত (লেবা ৩, ও ১৩) ১৬
মোট (১০ উইকেট, ৪৯.৩ ওভার) ২২১
উইকেট পতন : ১-৪ (রোহিত), ২-৫ (কোহলি), ৩-৫ (রাহুল), ৪-২৪ (কার্তিক), ৫-৭১ (পান্ত), ৬-৯২ (পান্ডিয়া), ৭-২০৮ (জাদেজা), ৮-২১৬ (ধোনি), ৯-২১৭ (ভুবেনেশ্বর), ১০-২২১ (চাহাল)।
বোলিং : বোল্ট ১০-২-৪২-২, হেনরি ১০-১-৩৭-৩, ফার্গুসন ১০-০-৪৩-১, গ্রান্ডহোম ২-০-১৩-০, নিসাম ৭.৩-০-৪৯-১, স্যান্টনার ১০-২-৩৪-২।
ফল: নিউজিল্যান্ড ১৮ রানে জয়ী।
ম্যাচসেরা : ম্যাট হেনরি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।