বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের চাঞ্চল্যকার মাদরাসা ছাত্র তানভীর হত্যার দায়ে একই মাদাসার ৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
গতকাল বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতনৃ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ মাইনুল হক এ রায় দেন। রায়ে অভিযুক্ত হুমাইদ হোসেন ও বাইজিদ হাসানকে শিশু আইনের ৩টি ধারায় ১৮ বছর করে সাজা দেয়া হলেও একই সাথে তারা ১০ বছর করে আটক থাকবে। অপর অভিযুক্ত নাইমকে ৮ বছরের সাজা দেয়া হয়। নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শাহজাহান কবির জানান, অভিযুক্তরা শিশু হওয়ায় ৩৪ ধারায় তাদের সর্বোচ্চ সাজা দেয়ার বিধান নাই। এই ধারায় অভিযুক্ত হুমাইদ হোসেন ও বাইজিদ হাসান ১০ বছর করে আটক থাকবে। আর অপর অভিযুক্ত নাইমকে ৮ বছর আটক থাকবে। ২০১৫ সালের ১৫ আগস্ট নাটোর শহরের আশরাফুল উলুম মাদরাসার তৃতীয় শ্রেণির আবাসিক শিক্ষার্থী তানভীরকে অপহরণ করে হত্যার পর লাশ মাদরাসার সেফটি ট্যাংকে ফেলে দেয় একই মাদরাসার অভিযুক্ত ওই ৩ শিক্ষার্থী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।