নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রশ্ন টি শুনে মনে হতেই পারে কেউ ইন্ডিয়াকে নিয়ে ট্রল করছে। কিন্তু ব্যাপার টা মোটেও এরকম নয়। এই প্রশ্ন টি করা হয়েছে খোদ আই সি সি থেকে। আজ খেলা চলাকালিন সময়ে যখন একের পর এক ভারতের উইকেটের পতন হচ্ছিলো তখন আই সি সি র ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এরকম একটি স্ট্যাটাস দিতে দেখা গেছে। তবে ভারতের মানুষের খারাপ বোধ হলেও একেবারে উলটো চিত্র দেখা গেছে বাংলাদেশের মানুষের মধ্যে। ভারতের এই হারে আনন্দে ভাসছে বাংলাদেশ।
আজ ভারতের একেক টা উইকেট পরছে আর বাংলাদেশের অলিতে – গলিতে, পাড়া- মহল্লায় আনন্দ চিৎকার শোনা যাচ্ছে। কারো না জানা থাকলে সহজেই ধারনা করে ফেলতো আজ বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে সেমিফাইনাল ম্যাচ হচ্ছে। কিন্তু ব্যাপার টা মোটেও এরকম নয়।ভারত খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে।
এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ২০১৫ সাল থেকেই ভারতের সাথে ঠান্ডা যুদ্ধ চলে আসছে বাংলাদেশের। যদিও প্রতিবেশী দেশ এবং একমাত্র এশিয়ান দেশ হিসেবে টিকে থাকা ভারতকেই বাংলাদেশের সাপোর্ট করার কথা।
কিন্তু খেলার বিভিন্ন বিষয় কে কেন্দ্র করে এই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক খুব একটা ভালো নয়। তবে এরকম ভারত বিরোধী আচরণ যে শুধু বাংলাদেশের এমন টি নয়। ২০১৬ টি টুয়েন্টি ওয়ার্ল্ডকাপের সময় ইডেন গার্ডেনে অনুষ্ঠিত পাকিস্তান- বাংলাদেশ ম্যাচেও সবাই কে অবাক করে দিয়ে ভারতের মানুষ তাদের চিরশত্রু পাকিস্তান কে সাপোর্ট করেছিলো। কারণ টা যে শুধু বাংলাদেশ বিরোধী তা বোঝার জন্যে কোন ক্রিকেট বোদ্ধার প্রয়োজন ছিলো না।
আজ তাই ভারতের এই হারে সোসাল মিডিয়া ভরে গেছে হাজারো ট্রল আর স্ট্যাটাসে।
তবে প্রথম দিকে ভারতের অবস্থা বেশ শোচনীয় হলেও শেষ পর্যন্ত এক প্রকার লড়াই করে গেছেন ভারতীয় ক্রিকেটার রা। তবে এবার ভাগ্য হয়তো তাদের সাথে ছিলো না যার জন্যে একমাত্র এশিয়ান দল হিসেবে সেমি ফাইনাল থেকে বিদায় নিলো ভারত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।