Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বংশী নদীতে নিখোঁজ পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ৮:১৯ পিএম

নিখোঁজের একদিন পরে সাভারে বংশী নদী থেকে সাদ্দাম হোসেন নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সাভারের নামা বাজার বংশী নদী থেকে তার লাশ উদ্ধার করে সাভার ফায়ার সার্ভিসের ডুকুরিদল।
নিহত সাদ্দাম হোসেন (২১) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলা থানার বজ্রকাটি গ্রামের মোসা পুরির ছেলে। সে সাভারের পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় চাকুরী করতো। পৌর এলাকার মজিদপুর মহল্লায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো।
সাভার ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার লিটন আহম্মেদ জানান, সাদ্দাম হোসেন মঙ্গলবার সকালে বন্ধুদের সাথে নিয়ে বংশী নদীর ধামরাইর কাইজারকুন্ড এলাকায় ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে বংশী নদী সাতরিয়ে এপার আসার পথে নিখোঁজ হয়।
পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ওই দিনই নদীতে তল্লাশী চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। অবশেষে বুধবার সন্ধ্যায় আবারও নদীতে তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল। পরে ফায়ার সার্ভিস সাভার মডেল থানায় তার লাশ হস্তান্তর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ