Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে মাদরাসার প্রিন্সিপাল লাঞ্ছিত

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৯, ১২:০৪ এএম

 নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে মাদরাসার অধ্যক্ষকে লাঞ্চিত করেছেন সহকর্মীরা। জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ হারুন-অর-রশিদ নিজ কার্যালয়ে অফিসের কাজ করছিলেন। এ সময় প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে তার সহকর্মী রওশন হাবীব ও মোস্তাফিজুর রহমান কিছু অফিস কক্ষে ঢুকে অতর্কিতভাবে অধ্যক্ষকে বেধরক মারপিট করেন। এরপর তাকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এছাড়া তারা অফিসের কাগজপত্র জোর করে নিয়ে যান। খবর পেয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আনিসুর রহমান ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষকে উদ্ধার করেন। মোবইল ফোনে অধ্যক্ষ জানান, কি কারণে তারা মারপিট করেছে এবং কাগজপত্র নিয়ে গেছে তা আমি জানি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদরাসা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ