Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোপায় ব্রাজিলের বিশ্বকাপ স্মৃতি

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকার ম্যাচ ফিকশ্চারের সাথে বাংলাদেশের সময়টা বেশ গোলমেলে। ভৌগলিক নিয়মে আমাদের অঞ্চলে দিন শুরু হয় তাদের আগে। যেমন, ফিকশ্চার বলছে : ব্রাজিল ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ শুরু হবে ৪ জুন স্থানীয় সময় রাত ১০টায়। আমাদের দেশে তা ১০ ঘন্টা পিছিয়ে দাঁড়াচ্ছে ৫ জুন, অর্থাৎ আগামীকাল সকাল ৮টা।
গ্রুপ পর্ব পেরুতে অবশ্য ব্রাজিলকে ঘাম চোটানোর দরকার হবে না। ‘বি’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ পেরু ও হাইতি। তবে শিরোপার পথে দুঙ্গার দলের প্রধান বাধা হতে পারে চোট সমস্যা। ইতোমধ্যেই তারা হারিয়েছে রিকার্ডো অলিভেইরা, ডগ্লাস কস্তা, রাফিনহো, এদেরসন ও কাকাকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সর্বশেষ সরিয়ে নিয়েছেন লুইস গুস্তাভো। তার পরিবর্তে ডাকা হয়েছে গ্রেমিওর মিডফিল্ডার ওয়ালাসাকে। এছাড়া দলের সবচেয়ে বড় তারকা নেইমারের না থাকাটাও ভোগাতে পারে হলুদ জার্সিধারীদের।
ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় অবস্থিত রোজ বোল স্টেডিয়ামে নিজেদের উদ্বোধণী ম্যাচে দারুন এক স্মৃতি সংগে নিয়ে নামবে ব্রাজিল। এখানেই ১৯৯৪ সালে টাইব্রেকারে ইতালিকে হারিয়ে (৩-২) নিজেদের চতুর্থ ফিফা বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল দুঙ্গা-রোমারিওরা। ২২ বছর পর আবারো সেই প্রিয় মাঠে ফিরছেন কার্লোস দুঙ্গা। তবে এবারের দায়ীত্বটা নিশ্চয় আরো বড়। মাঠের পাশাপাশি আগামী কালের ম্যাচে পরিসংখ্যানও কথা বলছে ব্রাজিলের পক্ষে। ইকুয়েডরের বিপক্ষে শেষ ৬ ম্যাচের ৫টিতেই জিতেছে ব্রাজিল, বাকিটা ড্র। সব মিলে মোট ২৯ বারের সাক্ষাতে ব্রাজিলের জয় ২৪ ম্যাচে, ড্র ৩টি, বাকি ২ ম্যাচে হার। সর্বশেষ ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর প্রীতি ম্যাচে মুখোমুখী হয়েছিল তারা। ১-০ গোলে জিতেছিল ব্রাজিল।
মুখোমুখি
কোস্টারিকা-প্যারাগুয়ে, রাত ৩টা
হাইতি-পেরু, আগামীকাল ভোর সাড়ে ৫টা
ব্রাজিল-ইকুয়েডর, আগামীকাল সকাল ৮টা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোপায় ব্রাজিলের বিশ্বকাপ স্মৃতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ