নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন মুষ্টিযোদ্ধা কিংবদন্তি মোহাম্মদ আলী। তবে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ৭৪ বছর বয়সীর অবস্থা এখন (গতকাল) কিছুটা ভালো। গত তিন দশকের বেশি সময় ধরে পারকিনসন্স নামক রোগে ভুগছেন আলী। সর্বশেষ তিনি জনসম্মুখে এসেছিলেন গত এপ্রিলে মুহাম্মাদ আলী পারকিনসন্স সেন্টারের সহায়তার জন্য অ্যারিজোনায় আয়োজিত ‘সেলেব্রিটি ফাইট নাইট’ অনুষ্ঠানে। ১৯৮১ সালে অবসরের আগে তিবার বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নের খেতাব জেতেন আলী।
এএফসি অ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের ভেন্যু চূড়ান্ত
স্পোর্টস রিপোর্টার : এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের ‘সি’ গ্রুপে খেলবে স্বাগতিক বাংলাদেশ। এই গ্রুপে অন্য দলগুলো হলো ইরান, চাইনিজ তাইপে, আরব আমিরাত, কিরগিজস্তান ও সিঙ্গাপুর। ২৭ আগস্ট ইরান, ২৯ আগস্ট সিঙ্গাপুর, ৩১ আগস্ট কিরগিজস্তান, ৩ সেপ্টেম্বর চাইনিজ তাইপে এবং ৫ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। বাংলাদেশের সবগুলো ম্যাচই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা ছয়টায় শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।