Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বার্সাকে আলভেজের বিদায়

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চুক্তির মেয়াদ শেষ হয়েছিল গেল মৌসুমেই। কিন্তু নতুন চুক্তিতে আরো এক বছর থেকে যান দানি আলভেস। এবার নিজেই দিলেন ঘোষণাটা। প্রিয় ক্লাবের জার্সি গায়ে আর দেখা যাবে না তাকে। ক্লাবের পরিচালক রবার্ট ফার্নান্দেস বলেন, ‘দানি আলভেস সিদ্ধান্ত নিয়েছে ক্লাব ছেড়ে যাওয়ার, এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত যা ক্লাবের মানতেই হবে।’
গতকাল এক ইনস্টাগ্রামে কাতালান দলটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দেন ৩৩ বছর বয়সী আলভেস, ‘এই চিঠিতে আমি বিদায় বলছি না, আমি কেবল আপনাদের জানাতে চাই যে, আমি আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার সময়। আমি যাচ্ছি, কিন্তু আমি ফিরে আসব। কারণ, আমি একজন বার্সেলোনা সমর্থক।’ এছাড়া ক্লাবের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আমি তাদের সবাইকে ধন্যবাদ দেই। কারণ, বার্সার ড্রেসিং রুমে স্বতন্ত্র ব্যক্তির কোনো স্থান নেই : আমরা সবাই জিতি, সবাই হারি এবং একসঙ্গে কাজ করি।’ ফুটবলে কাতালান ক্লাবটির হয়ে কাটিয়েছেন দীর্ঘ ৮ বছর। এ সময়ে বার্সার ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি লা লিগা ও ৪টি কোপা দেল’রেসহ মোট ২৩টি শিরোপা জয়ে ব্রাজিলিয়ান এই ফুল-ব্যাকের নাম জড়িয়ে আছে অতঃপ্রতভাবে। ২০০৮ সালে সেভিয়া থেকে পেপ গার্দিওলার দলে যোগ দেন আলভেস। স্প্যানিশ গণমাধ্যমের মতে তার নতুন ঠিকানা হতে যাচ্ছে সেরি আ ক্লাব জুভেন্টাস।
দানির শূন্যতা পূরণে আরেক দানির শরণাপন্ন হচ্ছে বার্সা। আগামী জুলাইয়ে ভিয়ারিয়ালের ২২ বছর বয়সী দানি সুয়ারেজকে দলে ফেরাতে যাচ্ছে তারা। গেল বছর চার বছরের চুক্তিতে বার্সা থেকে ভিয়ারিয়ালে যোগ দেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। ফার্নান্দেজ বলেন, ‘আমরা তাকে ফেরানোর চেস্টা করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সাকে আলভেজের বিদায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ