নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সফরকারী আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের চারদিনের ম্যাচের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সোমবার ইমরুল কায়েসের দলকে ৭ উইকেটে উড়িয়ে দেয় আফগানরা।
কাইস আহমেদের ঘুর্ণী বলের সামনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’। ১৭২ রানের লক্ষ্যে ৭১ রানে ৩ উইকেট হারালেও ইব্রাহিম জদরান (৭৬) ও অধিনায়ক নাসির জামালের (৫৯) অবিচ্ছিন্ন ১০২ রানের জুটিতে জয় নিশ্চিত করে আফগানরা। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৫৩ রানের জবাবে সফরকারীরা ৫ রানে এগিয়ে ছিল। ক্যারিয়ারে তৃতীয়বারের মত ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন কাইস।
বাংলাদেশ ‘এ’ দল : ২৫৩ ও (আগের দিন শেষে ১৭০/৯) ৫৮.৪ ওভারে ১৭৫ (সুমন ২, শাকিল ৩*; ইয়ামিন ১২-৫-১৮-১, নাভিন ৯-৪-২২-১, আশরাফ ১৫-১-৪৪-১, উসমান ২-০-৭-০, কাইস ১৬.৪-৩-৬৫-৭, নাসির ৪-১-১০-০)।
আফগানিস্তান ‘এ’ দল : ২৫৭ ও (লক্ষ্য ১৭২) ১৭৩/৩ (উসমান ২, ইব্রাহিম ৭৬*, বাহির ২০, শহিদউল্লাহ ১৫, নাসির ৫৯*; শাকিল ১০-৪-২৬-২, সানজামুল ১৯.২-৫-৫১-১, রাব্বি ৮-৩-২১-০, সুমন ৬-০-১৫-০, তানবীর ৮-১-৩৩-০, আফিফ ৬-১-২১-০, জাকির ১-০-৫-০)। ফল : আফগানিস্তান ‘এ’ দল ৭ উইকেটে জয়ী। ম্যাচ সেরা : কাইস আহমেদ (আফগানিস্তান)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।