প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউড শীর্ষ পাঁচ
১ টয় স্টোরি ফোর
২ অ্যানাবেল কামস হোম
৩ ইয়েস্টারডে
৪ আলাদিন
৫ দ্য সিক্রেট লাইফ অফ পেটস টু
ইয়েস্টারডে
ড্যানি বয়েল পরিচালিত রোমান্টিক কমেডি ‘ইয়েস্টারডে’। ‘শ্যালো গ্রেভ’ (১৯৯৪), ‘ট্রেইনস্পটিং’ (১৯৯৬), ‘দ্য বিচ’ (২০০০), ‘টোয়েন্টি এইট ডেজ লেটার’ (২০০৩), মিলিয়ন্স’ (২০০৫), ‘এলিয়েন লাভ ট্রায়াঙ্গল’ (২০০৫), ‘সানশাইন’ (২০০৭), ‘¯øামডগ মিলিওনেয়ার’ (২০০৮), ‘হান্ড্রেড টোয়েন্টিসেভেন আওয়ার্স’ (২০১০), ‘ট্র্যান্স’ (২০১৩), ‘স্টিভ জবস’ (২০১৫ এবং ‘টিটু ট্রেইনস্পটিং’ (২০১৭) বয়েল পরিচালিত চলচ্চিত্র। জ্যাক মালিক (হিমেশ পাটেল) গায়ক হিসেবে প্রতিষ্ঠা পাবার চেষ্টায় আছে আর একটি অয়্যারহাউসে সে খণ্ডকালীন কাজ করে। কাজটি তার পছন্দ নয় আর গানেও খুব ভাল করছে না দেখে একটি চাকরি ছেড়ে সে আবার শিক্ষকতা শুরু করার সিদ্ধান্ত নেয়। রাতে সাইকেলে বাড়ি ফিরছিল সে পথে ১২ সেকেন্ডের জন্য সারা বিশ্বে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। বাসের সঙ্গে ধাক্কা লাগলেও সে রক্ষা পায়। সকালে ঘুম থেকে উঠে সে উপলব্ধি করে কেউ দ্য বিটলস ব্যান্ড বা তাদের বিখ্যাত গান ‘ইয়েস্টারডে’ সম্পর্কে জানে না। সবাই ধরে নেয় সেটি তারই লেখা। বাড়ি ফিরে সে ইন্টারনেটে দেখতে পায় বিটলস বা তার সদস্যদের কোনও উল্লেখ নেই। সে তার মনে থাকা বিটলসের সব গান লিখে ফেলে আর পারফর্ম করা শুরু করে। রাতারাতি বিখ্যাত হয়ে যায় সে। এড শিরান তাকে ওপেনিং অ্যাক্ট হিসেবে পারফর্ম করার সুযোগ দেয়। কিন্তু এই খ্যাতি তাকে তার প্রেমিকা আর অনুপ্রেরণা এলি (লিলি জেমস) থেকে দূরে সরিয়ে নেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।