Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী জেলা শহরে নকল ড্রাগ লাইসেন্স, একজনের সাজা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৯, ৬:৪৩ পিএম

জেলা শহরস্থ টোকিও ফুড’এ অভিযান চালিয়ে নকল ড্রাগ লাইসেন্সসহ বাহার উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ মাসের কারাদন্ড দেওয়া হয়।

রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রোকনুজ্জামান খান।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাইজদী সুপার মার্কেট সংলগ্ন মেইন রোডে টোকিও ফুডের ভিতরে ছদ্মবেশে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযুক্ত ব্যক্তি ও আবেদনকারী নিজেদের মধ্যে লাইসেন্স দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে মৌখিক চুক্তি সম্পাদন করে। পরে কেমিস্ট ব্যাতিত ৩৫হাজার টাকা ও কেমিস্ট সার্টিফিকেট থাকলে ৩০হাজার টাকার চুক্তি করা হয়। কথামত ৩০হাজার টাকার বিনিময়ে ড্রাগ লাইসেন্স প্রদান করে বাহার উদ্দিন। পরে তাকে আটক করে দন্ডবিধি ১৮৬০অনুযায়ি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ