বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বটতলা নামক এলাকা থেকে এক হাজার ৭০পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। আটক দুইজন হলো নারায়ণপুর ইউনিয়নের পূর্ব বালার হাট এলাকা ছোমাদ আলীর ছেলে মাহাবুব আলী এবং পশ্চিম বালার হাট এলাকার সাবান মন্ডলের ছেলে আমিনুর ইসলাম।
এজাহার সূত্রে জানা যায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে র্যাব ১৩ এর একটি টহল দল ডি এডি রবিউল আলমের নেত্রীত্বে অভিযান চালিয়ে কচাকাটা থানার বটতলা বাজারের নিকট হতে দুইজনকে আটক কর। পরে তাদের দেহ তল্লাসি করলে মাহবুবের পকেটে ৫শত এবং আমিনুরের পকেটে ৫শত ৭০টি ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩লাখ ২১ হাজার টাকা। রোববার সকালে র্যাব ১৩’র ডি এডি রবিউল আলম বাদী হয়ে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করে আটকদের সোপর্দ করেন।
কচাকাটা থানার ওসি মামুন উর রশীদ জানান, আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।