Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাকরির নামে প্রতারণা রাজধানীতে আটক ১

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে পিবিআই। তার নাম সোহেল শিকদার (৪৮)। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ভাষানটেকের রূপালী হাউস নামে একটি বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে চাকরির বিষয়সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার দুপুরে পিবিআই ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, সোহেল শিকদারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চৌহালি। তিনি সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। সোহেল নিজেকে এমইএস-এর ঠিকাদার হিসেবে পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি পেতে সহায়তা করার প্রতিশ্রুতি দেয়। শিপন প্রতাব (২৪) নামে এক তরুণকে চাকরি দেয়ার কথা বলে তার এইচএসসি, এসএসসি এবং অন্যান্য কাগজপত্রের মূলকপি রেখে দেয়।
পরবর্তীতে দেখা হলে চাকরি হয়ে গেছে জানায় সোহেল। এজন্য শিপনের কাছে ৩ লাখ টাকা দাবি করেন। চাকরি পাওয়ার আশায় শিপন তার মা, বোন এবং ভাবির স্বর্ণের গয়না বিক্রি করে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সোহেলের বাসায় গিয়ে টাকা দিয়ে আসে। ওইদিনই সোহেল সেনা সদর, ইইনসি’র শাখা পূর্ত পরিদফতর, ঢাকা সেনানিবাসের অফিস সহকারী পদে একটি নিয়োগপত্র শিপনকে দেয়। যাতে যোগদানের জন্য ২৪ ফেব্রুয়ারি ২০১৯ উল্লেখ থাকে।
তিনি আরো বলেন, নিয়োগপত্রে উল্লেখিত তারিখের বিষয়ে তিনি জানতে চাইলে সোহেল তাকে পুনরায় ৯ মার্চ যেতে বলেন। এসময় শিপনের কাছে আরও তিন লাখ টাকা দাবি করেন সোহেল। ৯ মার্চ বিকাল সাড়ে ৪ টায় শিপন ধারদেনা করে আরও তিন লাখ টাকা দেন। শিপন নিয়োগপত্রে যোগদানের উল্লেখিত তারিখে যোগদান করতে গেলে সোহেল তাকে ঢাকার সিএমএইচে মেডিক্যাল টেস্ট করতে বলে। পরে সোহেল শিপনকে মেসেজ দিয়ে জানায় ১৭ মার্চ মেডিক্যাল টেস্ট করানো হবে। সেই তারিখ অনুযায়ী শিপন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মাটিকাটা চেকপোস্টে যায়। সেখানে সোহেল তাকে দাঁড় করিয়ে রেখে চলে যায়। ওইদিন রাতে পুনরায় একই নম্বর থেকে মেডিক্যাল টেস্ট করানো সংক্রান্তে নতুন তারিখ দিয়ে মেসেজ পাঠায়। এরপর শিপন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ছয় লাখ টাকা ও জমা করা কাগজপত্র ফেরত চাইলে সোহেল আত্মগোপনে চলে যায়।
দুইমাস আত্মগোপন থাকার পর পিবিআই’র হাতে গ্রেফতার হয় সোহেল। তবে তার দুই সহযোগীকে গ্রেফতার করা যায়নি। এ ব্যাপারে ভাসানটেক থানায় একটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ