মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্যারিসে লুভর জাদুঘর বন্ধ : ইউরোপজুড়ে বৃষ্টি, দশজনের প্রাণহানি
ইনকিলাব ডেস্ক : ফ্রান্স ও জার্মানিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইউরোপ জুড়ে প্রচ- বৃষ্টিপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই জার্মানির। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বন্যার পানি বাড়তে থাকায় বন্ধ করে দেয়া হয়েছে বিশ্বের বিখ্যাত লুভর জাদুঘর। গতকাল শুক্রবার থেকে মিউজিয়ামটি বন্ধ ঘোষণা করা হয়। ক্ষতির ঝুঁকি এড়াতে উঁচু কোনও নিরাপদ স্থানে কাজের ব্যবস্থা করার জন্য স্টাফদের সুবিধার্থেই এ পদক্ষেপ বলে এক বিবৃৃতিতে জানিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ। বন্যায় জার্মানির দক্ষিণাঞ্চলের সবচে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রোট্টাল ইন জেলা। সেখানে দুর্যোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ট্রিফটার্ন শহর নদীর পানিতে প্লাবিত হয়েছে। বন্যার পানিতে গাড়িসহ গাছপালা ও বাড়িঘরের আসবাবপত্রও ভেসে গেছে। অনেক স্থানে সড়ক থেকে কয়েক মিটার উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যায় স্থানীয় অধিবাসীরা বিস্মত হয়ে পড়েন। তাদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়। আকস্মিক এই বন্যার কারণে ট্রিফটার্ন শহরের একটি স্কুলে ২৫০ শিশু আটকা পড়ে ছিল। মঙ্গলবার সারারাত তারা সেখানেই অবস্থান করে। বুধবার সন্ধ্যায় শিশুরা স্কুলভবন ত্যাগ করতে সক্ষম হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। লুভরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর স্বাভাবিক মাত্রার চেয়ে ৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীর বরাবর জরুরি বাঁধ দেয়া হচ্ছে। কয়েকটি জায়গায় নদীর পাড় উপচে প্রবাহিত হয়েছে পানি। ফ্রান্সের আরেকটি দর্শনীয় স্থানও বন্যার কারণে গত বৃহস্পতিবারই বন্ধ করে দেয়া হয়েছে। ফ্রান্স ও জার্মানিতে বন্যায় এর আগে অন্তত পাঁচজনের মৃত্যুর খবর বলা হয়েছিল। গত বুধবার বাভারিয়ান শহর সিমবাখ অ্যাম ইনে একটি বাড়িতে আটকাপড়া অবস্থায় তিনব্যক্তির লাশ পাওয়া যায়। কাছেই পানির একটি প্রবাহে অপর এক নারীর লাশ পাওয়া যায়। ফ্রান্সের মধ্যাঞ্চলে ৮৬ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। প্যারিস এবং ফ্রান্সের মধ্যাঞ্চলে প্রায় ২৫ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। দেশ দুটির ডজনেরও বেশি শহর প্লাবিত হয়েছে। আটকেপড়াদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আরও কয়েকদিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। বন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনিউভ জানিয়েছেন, জরুরি উদ্ধারকর্মীরা বেলজিয়াম সীমান্তে এবং বারগান্ডি অঞ্চলে দুইদিনে ৮ হাজারেরও বেশি উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। অপর এক খবরে বলা হয়, একটানা ভারী বর্ষণে তলিয়ে গেছে মধ্য ইউরোপের অনেক অঞ্চল। এই আকস্মিক বন্যা আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইতিমধ্যে জার্মানি ও ফ্রান্সে ৬ জন মারা গেছেন। প্যারিস শহরে বন্যার পানি বেড়ে যাওয়ায় বিখ্যাত লুভর মিউজিয়াম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। লুভর মিউজিয়ামের নিকটবর্তী সিনে নদীতে পানির উচ্চতা ৫ মিটার বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে মিউজিয়াম বন্ধ করে দেয়া হয়। পৃথিবীর অনন্য ও অমুল্য সব পেইন্টিং রক্ষিত রয়েছে এখানে। ফরাসি সরকার সতর্কতা জারি করেছে দেশব্যাপী। এদিকে জার্মানিও বন্যায় আক্রান্ত। কয়েক হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। ফ্রান্স ও জার্মানির প্রায় ২৪টিরও বেশি শহর বন্যায় প্লাবিত হয়েছে। বহুদিন বাদে ইউরোপে এতো প্রবল বর্ষণ ও বন্যা হয়েছে। বিবিসি, রয়টার্স, এএফপি, এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।