Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের মথুরায় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে এসপিসহ নিহত ২৪

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মথুরা শহরের একটি পার্ক উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পার্ক দখলদারদের সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তারা হলেন- মথুরা শহরের পুলিশ সুপার (এসপি) মুকুল দ্বিবেদী ও স্থানীয় ফারাহ পুলিশ স্টেশনের কর্মকর্তা সন্তোষ কুমার। ওই ঘটনায় আহত অন্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সিটি ম্যাজিস্ট্রেট রাম রাজ যাদব। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দেশটির আদালতের নির্দেশে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা ২৬০ একর আয়তনের মথুরার জওহর বাঘ এলাকার পার্কটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে অভিযান চালাতে গেলে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে অভিযান বাতিল হয়। এতে পার্কটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। সংঘর্ষের সময় গুলি ও বুলেট ছোড়াছুড়ি এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ ঘটনায় অন্তত ২৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৪ সাল থেকে ওই পার্কটি অবৈধভাবে ভোগ দখল করে আসছে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের মথুরায় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে এসপিসহ নিহত ২৪
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ